Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ময়মনসিংহে ট্রেনের বগি লাইনচ্যুত, দুর্ভোগে যাত্রীরা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০২১, ৩:০৫ পিএম

ময়মনসিংহ রেলস্টেশনের কাছে বলাশপুর এলাকায় ঢাকাগামী হাওড় এক্সপ্রেসের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। এতে বেলা ১১টা থেকে ময়মনসিংহ-মোহনগঞ্জ, জারিয়া ঝাঞ্জাইল ও চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ফলে এসব রেলপথের বিভিন্ন স্টেশনের ৪টি ট্রেন আটকা পড়ায় যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

ময়মনসিংহ রেলওয়ে জংশনের স্টেশন সুপারিনটেনডেন্ট জাহাঙ্গীর আলম জানান, শুক্রবার (২৭ আগস্ট) সকালে মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনটি বেলা ১১টার দিকে ময়মনসিংহ জংশন স্টেশনের কাছে বলাশপুর এলাকায় একটি বগি লাইনচ্যুত হয়। এতে ওই বগির চারটি চাকা পড়ে যায়।

তিনি আরও বলেন, খবর পেয়ে কেওয়াটখালী লোকোসেড থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থল পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। বেলা ২টা নাগাদ উদ্ধারকাজ সম্পন্ন হলে ওই তিনটি রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ