Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাফল্যের মাল্যে কণ্টকময় আট মিনিট

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম | আপডেট : ১২:৪৭ এএম, ২৪ ডিসেম্বর, ২০১৮

বিদায়ের দ্বারপ্রান্তে আরেকটি ক্রিকেটীয় বছর। বাংলাদেশের ইতিহাসে সাফল্যমোড়ানেই বলতে হবে ২০১৮ সালটিকে। সেই ফুলের বাগানে কাঁটা হয়ে বিধঁতে পারে একটি ঘটনা। যার যবনিকাপাত হয়েছে গতপরশু রাতে হোম অব ক্রিকেটে।
সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ৫০ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তবে আর সবকিছু ছাপিয়ে আলোচনায় আম্পায়ারের ভুল। বাংলাদেশের রান তাড়ায় চতুর্থ ওভারে ওশান টমাসের দুটি ডেলিভারিতে নো বল ডাকেন আম্পায়ার তানভীর আহমেদ। টিভি রিপ্লেতে দেখা যায়, নো ছিল না একটিও। দুটির পরেরটিতে মিড অফে ক্যাচ দেন ব্যাটসম্যান লিটন দাস। রিপ্লে দেখে মাঠের বাইরে থেকে ক্যারিবিয়ানদের যখন জানানো হয় বলটি নো ছিল না, তখনই প্রতিবাদ করেন তারা। অধিনায়ক ব্রাফেট ছিলেন অগ্রণী। মাঠের আম্পায়ারদের সঙ্গে আলোচনা, মাঠের বাইরে রিজার্ভ আম্পায়ার ও ম্যাচ রেফারির সঙ্গে কথা বলা মিলিয়ে খেলা বন্ধ থাকে অন্তত ৮ মিনিট। প্রথম ৪ ওভারে ৬২ রান তুললেও বাংলাদেশ পথ হারায় ওই বিরতির পরই। পরের ৩১ রানের মধ্যে হারিয়ে ফেলে ৭ উইকেট।
ম্যাচ শেষে ব্রাফেটের সংবাদ সম্মেলনের প্রায় পুরোটায় থাকল নো বল বিতর্ক। ওই ঘটনা নিয়ে প্রথম প্রশ্নেই ক্যারিবিয়ান অধিনায়ক টানা কথা বললেন প্রায় ৬ মিনিট। তাতে ক্ষোভ, আক্ষেপ, বিশ্লেষণ, মিশে থাকল সবই, ‘দ্বিতীয় ম্যাচের পরই আমি ম্যাচ রেফারির কাছে গিয়েছিলাম। ওয়ানডে সিরিজের সময় সৌভাগ্যবশত আমি এখানে ছিলাম। বলতেই হবে, ৫০-৫০ সিদ্ধান্তগুলো একটিও আমাদের পক্ষে আসছিল না। এ রকম প্রতিটি সিদ্ধান্ত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গেছে। আমি কখনো কোনোমতেই কারও বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনতে চাই না। তারাও পেশাদার। আমি মনে করি না তারা পক্ষপাতিত্ব করতে বা প্রতারণা করতে মাঠে নামে। আমি তাদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনিনি কিন্তু নিজের বক্তব্য আমি ম্যাচ রেফারির কাছে স্পষ্ট করেছি যে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে প্রতিটি ৫০-৫০ সিদ্ধান্ত আমাদের বিপক্ষে গেছে। আমরা অবশ্যই ভালো ক্রিকেট খেলতে পারিনি, লাল বল হোক বা সাদা। তবে আমি দেখেছি যে যতবার আমি ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলেছি, এই সিদ্ধান্তগুলো আমাদের বাধাগ্রস্ত করেছে।’
দ্বিতীয় টি-টোয়েন্টিতেও একাধিক সিদ্ধান্ত তাদের বিপক্ষে গিয়েছে বলে দাবি করে ব্র্যাথওয়েট জানান এই ব্যাপারে ম্যাচ রেফারিকে আগেই অবগত করেছিলেন তারা, ‘চতুর্থ ওভারে ওই বলের আগেও একবার এই ঘটনা ঘটেছে। তো সেটি তুলে ধরা জরুরি ছিল। দলটা তরুণ। আমি ওদেরকে এই লড়াইয়ে ঠেলে দিতে পারি না। যদি কিছু ফিরে আসে, সেটি আমার ওপরই আসা উচিত। আমিই জাহাজের নাবিক। আমি ¯্রফে ছেলেদেরকে বলেছি শান্ত থাকতে, দল হিসেবে একসঙ্গে থাকতে, ফোর্থ আম্পায়ার ও ম্যাচ রেফারিকে আমি দেখছি। অবশ্যই আমি একটু আগ্রাসী ও আবেগী ছিলাম। সেটি হতেই পারে। আমরা দেশের জন্য লড়ছিলাম। তবে চেষ্টা করেছি সবার প্রতি শ্রদ্ধাশীল থাকতে। ¯্রফে আইনটি জিজ্ঞেস করছিলাম। আইন হলো, নো বল ডাকা হলে সেটিতে রিভিউ করা বা বদলানো যায় না। কিন্তু ডাকা না হলে ভিডিও দেখে বদলানো যায়। মাঠে সবাই দেখেছে সেটি নো বল ছিল না। ওশান টমাসের মতো তরুণ ও অনভিজ্ঞ একজন ছিল ভুক্তভোগী। শেষ পর্যন্ত সে একটি উইকেট পেল, কিন্তু সেটিতে উল্টো সেটিতে ফ্রি হিট হলো, বাড়তি বল করতে ও রান গুনতে হলো। তার মানসিক অবস্থাই এলোমেলো করে দিয়েছিল সিদ্ধান্তটি।’
আম্পায়ারের পর পর দুই ভুল সিদ্ধান্তের পর উত্তেজনায় ফুঁসতে থাকে ক্যারিবিয়ানরা। এই সময়ে দলের তরুণদের শান্ত করে কীভাবে পরিস্থিতি সামাল দিলেন তার ব্যাখ্যাও দিয়েছেন ক্যারিবিয়ান অধিনায়ক, ‘আগেও এমনটা হয়েছে। অধিনায়ক হিসেবে আমার দায়িত্ব ছিল দলের পাশে দাঁড়ানো। শুধু নিজের জন্য নয়, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের জন্যই আমাকে একটি শক্ত অবস্থান নিতেই হতো। ... আজকের (গতপরশু) ম্যাচ দেখিয়েছে যে আমরা যদি আবেগ দিয়ে মাঠে সঠিক কাজগুলো করতে পারি, অনেক কিছুই পক্ষে আসে। ¯্রফে আমাদের যা প্রাপ্য, ম্যাচ অফিসিয়ালদের তা আমাদেরকে দিতে হবে। আবারও, আমি বলছি না, ম্যাচ অফিসিয়ালরা প্রতারণা করেছে। কারণ আমি মনে করি তারা পেশাদার। কিন্তু যা দেখেছি, সেটি নিয়ে বলতে পারি আমি। প্রাপ্যটা আমরা না পেলে, অধিনায়ক হিসেবে তা আমি বলবই। ম্যাচ রেফারিকে জানাবই।’
পুরো ঘটনায় উত্তেজনা সামলে সময় চেয়েছিল উইন্ডিজ। সিরিজ নির্ধারনী ম্যাচ হওয়ায় বিন্দুমাত্র ছাড় দিতে চাননি তারা, ‘শক্ত কিছু করার পরে ব্যাপারটির সমাধান হয়েছে। আমরা এত পরিশ্রম করেছি যে মাঠ ছেড়ে চলে আসতে পারি না বা ম্যাচ ও সিরিজ ওদের হাতে তুলে দিয়ে আসতে পারি না। সিদ্ধান্ত ছিল মাঠে থাকা, লড়াই করে শেষ পর্যন্ত দেখা। তবে সে সময় আমি ম্যাচ রেফারির কাছে ৫ মিনিট সময় চেয়েছিলাম যেন ছেলেদের শান্ত করতে পারি, বিতর্ক ভুলে মাঠে মনোযোগ ফেরাতে পারি। যা হয়েছে, তা ভুলে পরের ১৬ ওভার শেষ করতে পারি। ধন্যবাদ জানাতে হবে, সময়টা আমাদের দেওয়া হয়েছে। আমি সুযোগ পেয়েছি সতীর্থদের সঙ্গে কথা বলার। ব্যাপারটি ছিল আমরা বনাম বাকি সবাই। একসঙ্গে বৃত্তে দাঁড়িয়ে একমাত্র আমিই কথা বলেছি। তার পর সবাই সাড়া দিয়েছে, সবাই বলেছে এই ম্যাচ আমাদের জিততেই হবে। এরপর দেখেছেন, ম্যাচে কি হয়েছে।’
তার প্রতিবাদ বা আচরণের কারণে যদি শাস্তি পেতে হয়, সেটি নিয়েও দুর্ভাবনা নেই ব্রাফেটের, ‘শাস্তি তো আসবে-যাবে। কিন্তু কোনো কিছুর জন্য না দাঁড়ালে, সবকিছুই ভেঙে পড়বে। এটির কারণে শাস্তি হলে আমি হাসি মুখে মেনে নেব। সতীর্থদের পাশে দাঁড়ানো জরুরি ছিল এবং অধিনায়ক হিসেবে সেটি আমারই দায়িত্ব। আজ যেমন করেছি, ভবিষ্যতেও করব। আমি জানি না ম্যাচ রেফারি কি করবেন। তবে যেমনটি বলেছি, আমার সতীর্থ, দেশ, ওয়েস্ট ইন্ডিজের মানুষের জন্য আজকেও যেমন দাঁড়িয়েছি, ভবিষ্যতেও দাঁড়াব।’

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ