Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

ইন্দোনেশিয়ায় সুনামিতে ৪৩ জনের মৃত্যু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০১৮, ৯:৫৪ এএম

ইন্দোনেশিয়ার সুন্দা প্রণালীর উপকূলীয় অঞ্চলে সুনামির আঘাতে কমপক্ষে ৪৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ৫৮৪ জন।

দেশটির সরকারি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, শনিবার রাতে এই সুনামিতে নিখোঁজ রয়েছে দুইজন। শত শত ভবন এতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

তারা জানিয়েছে, ক্রাকাতোয়া আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের পর সাগরের নিচে ভূমিধসের কারণে এই সুনামির সৃষ্টি। সুনামির পর পানডেগলাং, দক্ষিণ ল্যামপাং ও সেরাং অঞ্চলে প্রাণহানির খবর পাওয়া গেছে।

দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা সতর্ক করে দিয়ে বলেছে, নিহতের সংখ্যা বাড়তে পারে।

তারা জানায়, পূর্ণিমা থাকায় এমনিতে জোয়ার ছিল। ফলে সুনামিতে ঢেউয়ের শক্তি ছিল বেশি।

জাভা ও সুমাত্রা দ্বীপের মাঝখানে অবস্থিত সুন্দা প্রণালী জাভা সাগরের সাথে ভারত মহাসাগরকে একত্রিত করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইন্দোনেশিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ