Inqilab Logo

রোববার, ২৩ জুন ২০২৪, ০৯ আষাঢ় ১৪৩১, ১৬ যিলহজ ১৪৪৫ হিজরী

ইসরাইলি সেনার গুলিতে ৩ ফিলিস্তিনি নিহত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০১৮, ২:২৩ পিএম

ফিলিস্তিনে ইসরাইলি সেনাবাহিনীর গুলিতে ৩ জন নিহত হয়েছে। শুক্রবার, ইসরাইল সীমান্তে চলমান বিক্ষোভ চলাকালীন ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি ছোড়ে ইসরাইলি সেনারা। এতে ১৬ বছর বয়স্ক এক বিক্ষোভকারীসহ মোট ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো কয়েক ডজন। এ খবর দিয়েছে আল-জাজিরা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের পেট ও ঘারে গুলি করা হয়েছে। তারা আহতের সংখ্যা প্রায় ৪০ জন বলে জানিয়েছে।

গত ৩৯ সপ্তাহ ধরে একটানা ইসরাইল সীমান্তে আন্দোলন চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনিরা। অবরুদ্ধ গাজা উপত্যকায় কয়েক দশক ধরে ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদ জানাতেই এই বিক্ষোভ। বিক্ষোভ দমনে প্রায়ই গুলি চালায় ইসরাইলি সেনারা। এখন পর্যন্ত এতে প্রায় ২১৫ ফিলিস্তিনি নিহত হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ