বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বাগেরহাটের কচুয়ায় বাসের চাপায় মোদাচ্ছের হোসেন (৫৮) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে দশটার দিকে বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের কচুয়া উপজেলার চন্দ্রপাড়া বাজারে এই দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাগেরহাট-পিরোজপুর মহাসড়কে যান চলাচল বন্ধ করে দিয়ে বিক্ষোভ করে এবং বাসটি ভাংচুর করেছে। দুর্ঘটনার পর চালক ও তার সহকারী বাসটি ফেলে পালিয়ে যায়।
নিহত শেখ মোদাচ্ছের হোসেন জেলার মোরেলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটি বিশে^শ^র বালক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও রাঢ়িপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। তিনি কচুয়া উপজেলার রাঢ়িপাড়া ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামের প্রয়াত খোরশেদ শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ফতেপুর স্টিল ব্রিজ পার হয়ে যাত্রীবাহী বাসটি ভ্যানকে ধাক্কা দিয়ে সামনে জনৈক জাহিদুল ইসলাম ছোট’র চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষায় থাকা স্কুল শিক্ষক মোদাচ্ছের হোসেনকে চাপা দিয়ে পরপর তিনটি চায়ের দোকানের মধ্যে ঢুকে পড়ে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রবিউল কবির বলেন, বিক্ষুব্ধ জনতা রাস্তা আটকে দিলে কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।