Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাটোরে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ

নাটোর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোরের ৪টি সংসদীয় আসনের ৫৬৬টি ভোট কেন্দ্রের মোট ৮হাজার ৫৯১ ভোট গ্রহন কর্মকর্তাদের উপজেলা ভিত্তিক প্রশিক্ষণ চলছে। নাটোর সদর-নলডাঙ্গা আসনের নাটোর সদর উপজেলার দেড় সহ¯্রাধিক এবং নলডাঙ্গা উপজেলার ৯ শতাধিক ভোট গ্রহন কর্মকর্তাদের ৩ দিনের পর্যায় ক্রমিক প্রশিক্ষণ দিঘাপতিয়া এম কে অনার্স কলেজে গতকাল বৃহস্পতিবার শেষ হচ্ছে।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলা নিয়ে নাটোর-২ সংসদীয় আসনের মধ্যে নাটোর সদর উপজেলায় মোট ১০৫টি কেন্দ্রের ৪৬৬টি কক্ষে এবং নলডাঙ্গা উপজেলার ৫১টি কেন্দ্রের ২১৫টি কক্ষে ভোট গ্রহন করা হবে। নাটোর সদরে ভোট গ্রহনের দায়িত্বে থাকবেন ১০৫ জন প্রিজাইডিং অফিসার, ৪৬৬ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৯৩২ জন পোলিং অফিসার এবং নলডাঙ্গা উপজেলায় ভোট গ্রহণের দায়িত্বে থাকবেন ৫১জন প্রিজাইডিং অফিসার ২১৫ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৪৩০জন পোলিং অফিসার। মোট ২হাজার ৩০৪জন ভোট গ্রহন কর্মকর্তা মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার-এই ৩দিনের প্রশিক্ষণে আচরণবিধি, ব্যালট বাক্সের নিরাপত্তা, ভোট কেন্দ্রে প্রবেশ, ব্যালট পেপার প্রদানের উপকরণ, বাতিল ব্যালট পেপার, ভোট দান প্রক্রিয়া, প্রতিবন্ধীদের ভোট দানে সহায়তা ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ গ্রহন করেন।

২১ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত সিংড়া উপজেলা, ২৪ ও ২৫ ডিসেম্বর গুরুদাসপুর উপজেলা এবং ২৬ ও ২৭ ডিসেম্বর বড়াইগ্রাম উপজেলার ভোট গ্রহন কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। এর আগে প্রথম ৩ কর্ম দিবসে নাটোর-১ সংসদীয় আসনের লালপুর ও বাগাতিপাড়া উপজেলার মোট ১২৫টি কেন্দ্রের ৬৪১টি ভোট গ্রহন কক্ষের ২হাজার ৪৮ জন ভোট গ্রহন কর্মকর্তাদের প্রশিক্ষণ শেষ হয়।
১৩ কর্ম দিবসে জেলার ৪টি সংসদীয় আসনে মোট ১৩লাখ ৩হাজার ৮৭৭ জন ভোটারের ভোটাধিকার প্রয়োগের জন্যে ৫৬৬টি ভোট কেন্দ্রে ২হাজার ৬৭৫টি ভোট গ্রহন কক্ষের মোট ৮হাজার ৫৯১ জন ভোট গ্রহন কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
এর আগে নির্বাচন কমিশন ভোটগ্রহন কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদানের জন্যে ঢাকাতে নাটোর জেলার ২৮ জন সরকারী কর্মকর্তাদের প্রশিক্ষক হিসেবে ৬ ও ৭ ডিসেম্বর ২দিনের প্রশিক্ষণ প্রদান করে।

দিঘাপতিয়া এম,কে,অনার্স কলেজে ভোট গ্রহন কর্মকর্তাদের প্রশিক্ষক নাটোর সদর উপজেলা কৃষি অফিসার মোঃ মেহেদুল ইসলাম জানান, ঢাকাতে প্রশিক্ষণ লব্ধজ্ঞান যথাযথভাবে প্রশিক্ষণার্থীদের মাঝে প্রদানে আমরা সচেস্ট।
জেলা নির্বাচন অফিসার মোঃ আব্দুর রহিম বলেন, প্রশিক্ষণকে সফল করতে সব রকমের কার্যকর পদক্ষেপ গ্রহন করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ