প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
নতুন বছরে নতুন তিনিটি বিগ বাজেটের সিনেমা শুরু হচ্ছে শাকিবের নতুন বছর। সিনেমা তিনটি তার ক্যারিয়ারে নতুন সাফল্য নিয়ে আসতে পারে বলে এগুলোর নির্মাতারা মনে করছেন। সিনেমা তিনটি হচ্ছে নোলক, একটু প্রেম দরকার ও শাহেনশাহ। এরমধ্যে নোলক সিনেমাটি ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তি পাবে ফেব্রুয়ারিতে। সিনেমাটির মূশুটিং শেষ হয়েছে অনেক আগেই। সম্পাদনার টেবিলে প্রস্তুতি চলছে সেন্সর বোর্ডে জমা দেয়ার জন্য। সিনেমাটি প্রযোজনা করছে বি হ্যাপি এন্টারটেইনমেন্ট, যার কর্ণধার সাকিব সনেট। ফেরারী ফরহাদের কাহিনী, চিত্রনাট্য ও সংলাপে সিনেমাটি পরিচালনা করছেন রাশেদ রাহা। সিনেমাটিতে শাকিবের নায়িকা ববি ছাড়া আরও অভিনয় করেছেন ওমর সানি, মৌসুমি, তারিক আনাম খান, নিমা রহমান, রেবেকা, শহিদুল আলম সাচ্চু রজতাভ দত্ত, সুপ্রিয় দত্ত। অন্যদিকে বেশ ঘটা করে শুরু হয়েছে একটু প্রেম দরকার সিনেমার শূটিং। শাপলা মিডিয়া প্রযোজিত এ সিনেমার মধ্য দিয়ে দীর্ঘদিন পর শাহীন সুমনের পরিচালনায় অভিনয় করছেন শাকিব। সিনেমাটির শূটিং প্রায় শেষের দিকে। আগামী বছরের মাঝামাঝিতে মুক্তি পাবে সিনেমাটি। পাশাপাশি শাহেনশাহ সিনেমাটিও বছরের শুরুতে মুক্তি পেতে পারে। এতে নুসরাত ফারিয়া ও রোদেলা জান্নাতের পাশাপাশি শাকিবের সঙ্গে দেখা যাবে মিশা সওদাগরকেও। রনি পরিচালিত সিনেমাটি প্রযোজক শাপলা মিডিয়ার সেলিম খান। এদিকে সম্প্রতি শাকিব খান চুক্তিবদ্ধ হয়েছেন বীর নামের একটি সিনেমায়। এখানে প্রয়াত নায়ক মান্নার স্টাইলে প্রতিবাদী চরিত্রের শাকিবকে হাজির করবেন নির্মাতা কাজী হায়াৎ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।