Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আসাম ছাড়া অন্য কোথাও এনআরসি নেই : হংসরাজ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ ডিসেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হংসরাজ আহির বলেছেন, আসামের বাইরে কোথাও জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) তৈরির পরিকল্পনা নেই সরকারের। মঙ্গলবার সংসদে তৃণমূলের প্রসূন বন্দ্যোপাধ্যায় এমপির এক প্রশ্নের লিখিত জবাবে তিনি এ কথা জানান। হংসরাজ আহির বলেন, বর্তমানে আসাম ছাড়া অন্য কোনও রাজ্যে এনআরসি তৈরির পরিকল্পনা নেই কেন্দ্রীয় সরকারের। তিনি বলেন, ১৯৫১ সালে অসংবিধিবদ্ধ প্রক্রিয়ার অংশ হিসেবে আসামে এনআরসি তৈরি করা হয়। কেন্দ্রীয় এই মন্ত্রী আরও বলেন, ১৯৫১ সালের এনআরসি আসাম রাজ্যের বিশেষ ধারার সঙ্গে সামঞ্জস্য রেখে ১৯৫৫ সালের নাগরিকত্ব আইন এবং ২০০৩ সালের নাগরিকত্ব বিধানের অনুযায়ী বাস্তবায়ন করা হচ্ছে। আরেক প্রশ্নের জবাবে আহির বলেন, এনআরসি পুরোপুরি নিরপেক্ষ, স্বচ্ছ এবং নিখুঁতভাবে তৈরি করা হয়েছে। সুষ্ঠু ও নিরপেক্ষভাবে এই বিষয়টি সম্পাদন করতে একটি পদ্ধতি বিদ্যমান রয়েছে। তিনি বলেন, আসামের চূড়ান্ত খসড়া এনআরসি চলতি বছরের ৩০ জুলাই প্রকাশ করা হয়েছে এবং সুপ্রিম কোর্ট এনআরসি’র অগ্রগতি পর্যবেক্ষণ করছে। গত ২৫ সেপ্টেম্বর থেকে চূড়ান্ত খসড়া এই এনআরসি নিয়ে দাবি এবং অভিযোগ নেয়া শুরু হয়েছে যা ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে। এনডিটিভি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এনআরসি

১৩ ফেব্রুয়ারি, ২০২০
১৪ জানুয়ারি, ২০২০
২৮ ডিসেম্বর, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ