Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্রে দেবীর ব্যাপক সাফল্য

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২০ ডিসেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

যুক্তরাষ্ট্রে জয়া আহসানের প্রযোজিত সিনেমা দেবী ৩০টি শহরে প্রদর্শিত হয়েছে। নিউইয়র্কে প্রদর্শিত হয়েছে ৭৯টি শো। জয়া এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। দেবীর সাফল্যে যুক্তরাষ্ট্র প্রবাসী দর্শকদের ধন্যবাদ জানান জয়া আহসান। তিনি বলেন, বাংলাদেশের চলচ্চিত্র তার হারানো গৌরব ফিরে পাচ্ছে। বিদেশেও বাংলা সিনেমার দর্শক সৃষ্টি হচ্ছে- চলচ্চিত্রের জন্য এটি ইতিবাচক দিক। জয়া বলেন, দেশে এখন অনেক ভাল সিনেমা নির্মিত হচ্ছে তবে ব্যক্তিবিশেষের চাইতে বাংলাদেশের সরকারই চলচ্চিত্রের বড় পৃষ্টপোষক। তিনি জানান, সুস্থ্য-সুন্দর চলচ্চিত্র নির্মাণে সরকার ন্যূনতম শর্তে অনুদান দিচ্ছে, যা আমাদের চলচ্চিত্রকে আরও অনেক দূর এগিয়ে নিতে সহায়ক হবে। যুক্তরাষ্ট্রে ৩০টি শহরে সিনেমাটির অন্তত একশ বিশটির মতো প্রদর্শনী হয়েছে। লুজিয়ানার ব্যাটন রুজ ও কলোরাডোর ডেনভার শহরে প্রথম কোনো বাংলা সিনেমা প্রদর্শিত হয়েছে। দেবীর মাধ্যমে মিসিগানের ডেট্রয়েটে দশ বছর পর বাংলা সিনেমা প্রদর্শিত হলো। নিউইয়র্কে প্রথম দুই সপ্তাহে প্রায় ৫০ হাজার ইউএস ডলার আয় হয়েছে। অন্যান্য শহরেও ‘দেবী’ ব্যাপক সাড়া ফেলেছে। কলকাতার পরিচালক কৌশিক গাঙ্গুলীর পরবর্তী সিনেমা বিজয়া’র প্রমোশনেও অংশ নেন জয়া আহসান। সিনেমাটিতে তিনি মূল চরিত্রে অভিনয় করেছেন। জয়া জানান, গত বছর ভারতে ‘বিসর্জন’ মুক্তি পায়। দুই বাংলার গল্প নিয়ে নির্মিত সিনেমাটি সেদেশে ব্যাপক আলোচিত হয়। সিনেমাটি বিভিন্ন ক্যাটাগরিতে ভারতে জাতীয় পুরস্কার পেয়েছে। এই সিনেমার সিক্যুয়েল হচ্ছে ‘বিজয়া’। সিনেমাটি জানুয়ারিতে ভারত ও বাংলাদেশে মুক্তি পাবে। যুক্তরাষ্ট্রেও একই সময় মুক্তি পাওয়ার কথা রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চলচ্চিত্র


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ