Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শায়েস্তাগঞ্জে ৫ পথচারীকে চাপা দিয়ে দোকানে পিকআপ, নিহত ১

হবিগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০১৮, ১:৩৩ পিএম

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পিকআপ চাপায় একজন নিহত হয়েছে, আহত হয়েছে আরো পাঁচজন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

আজ বুধবার ভোর ৬টার দিকে উপজেলার কলিমনগর বাইপাস মোড়ে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হবিগঞ্জ থেকে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ বাইপাস সড়ক অভিমুখী একটি মালবাহী পিকআপ ভ্যান কলিমনগর তেমুহনী অতিক্রমকালে সেখানে দোকানের সামনে দাঁড়ানো অবস্থায় পাঁচজন পথচারীকে চাপা দিয়ে পাশের দোকানে ঢুকে পড়ে। এতে দোকানঘরটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলে একজন নিহত হয় এবং অপর পাঁচজন আহত হয়।

নিহত ব্যক্তি ছায়েদ আলী (৪৫) চরহামুয়া গ্রামের মৃত সুন্দর আলীর পুত্র। গুরুতর আহত নিহতের চাচাতো ভাই আবুল হাসিমসহ তিনজনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং দক্ষিণ চরহামুয়া গ্রামের দুলালসহ অপর একজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় উপস্থিত জনতা ভোর ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত উক্ত সড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ও হবিগঞ্জ সদরের পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ও লোকজনকে সরিয়ে দিয়ে সড়কে যান চলাচলের ব্যবস্থা করে।

স্থানীয় ইউপি মেম্বার শামিমুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ