Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মদ বিক্রি বন্ধের দাবিতে কলকাতায় ঝাঁটা হাতে বিক্ষোভ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০১৮, ৮:৫৫ পিএম | আপডেট : ৯:০১ পিএম, ১৮ ডিসেম্বর, ২০১৮

সংসার চালাতে বিড়ি বাঁধেন বজবজের মারিয়া বিবি। আর স্বামী রাতে মদ খেয়ে বাড়ি ফিরে ঝাঁটাপেটা করেন তাকে। মদ্যপ স্বামীর হাতে লাঠি-ঝাঁটা খাওয়াটা দেগঙ্গার আসলামা বেগমের কাছেও প্রায় রোজকার ঘটনা। পাশে ছোট ছেলেমেয়ে থাকলেও তোয়াক্কা করেন না তার স্বামী। তাই মদের কারণে সংসারও প্রায় ভেঙে যাওয়ার মুখে। এর প্রতিবাদে সোমবার ঝাঁটা হাতেই কলকাতার রাস্তায় নেমে পড়লেন মারিয়া-আসলামারা।
ওয়েলফেয়ার পার্টি অব ইন্ডিয়া নামে একটি রাজনৈতিক দলের নেতৃত্বে রাজ্যে মদ বিক্রি নিষিদ্ধের দাবিতে এ দিন দুপুরে কলকাতার রামলীলা ময়দান থেকে মিছিল করেন কয়েক হাজার মানুষ। এর মধ্যে ঝাঁটা হাতে ছিলেন কয়েকশো মহিলা। নবান্ন পর্যন্ত যাওয়ার কথা থাকলেও এস এন ব্যানার্জি রোড ধরে ডোরিনা ক্রসিংয়ের কাছে পৌঁছনোর পরে মিছিলটি আটকে দেয় পুলিশ। এর পরে সেখানেই প্রায় আধ ঘণ্টা ধরে ধর্নায় বসেন বিক্ষোভকারীরা।
ওই দলের সাধারণ সম্পাদক খারওয়ার হোসেন দাবি করেন, ‘অবিলম্বে সরকারি উদ্যোগে মদের দোকান খোলার সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। বিহারের মতো পশ্চিমবঙ্গেও মদ নিষিদ্ধ করতে হবে।’
মিছিলে যোগ দিতে চাকদার হরিণখোলা গ্রাম থেকে এসেছিলেন ফতিমা বিবি। তিনি গ্রামে একটি ইংরেজি মাধ্যম স্কুলে পড়ান। তিনি বলেন, ‘আমরা চাই সরকার নতুন করে যেন মদের লাইসেন্স আর না দেয়। আমাদের গ্রামে বিষ মদ খেয়েও মৃত্যু ঘটেছে। সরকারকে চোলাইয়ের ঘাঁটি ভাঙার জন্য আরও উদ্যোগী হতে হবে।’
সপ্তাহের প্রথম দিনে এই মিছিল ও ধর্নার কারণে এস এন ব্যানার্জি রোডে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকে। ফলে মধ্য কলকাতার কয়েকটি রাস্তায় যানজট যায়। পুলিশের অবশ্য দাবি, সাড়ে ৩টের মধ্যেই যান চলাচল স্বাভাবিক হয়ে যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কলকাতা

২২ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ