বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিলেটে ট্রাকের ধাক্কায় মো. গিয়াস উদ্দিন (৪০) নামে এক ভ্যান চালক নিহত হয়েছেন।
গতকাল সোমবার রাত ১০টার দিকে সদর উপজেলার মুরাদপুর শাহপরান বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত গিয়াস উদ্দিন গোলাপগঞ্জ উপজেলার বাখরখোলা গ্রামের হারিস উদ্দিনের ছেলে। তিনি ভ্যানে করে তরকারি বিক্রি করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে গিয়াস ভ্যান চালিয়ে বাড়ি ফিরছিলেন। এমন সময় জাফলং থেকে আসা একটি ড্রাম ট্রাক (ঢাকা মেট্টো-ট-২০-৯২৬৬) শাহপরান বাইপাস সড়কে এসে গিয়াসের ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই গিয়াস মারা যান। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
এ ব্যাপারে শাহপরান (রহ.) থানার উপ-পরিদর্শক (এসআই) রায়হান উদ্দিন বলেন, ঘটনার সময় বেপরোয়াভাবে চালিয়ে আসা ট্রাকের ধাক্কায় গিয়াস প্রাণ হারান। ট্রাকটি নিয়ে চালক পালিয়ে গেলেও মোগলাবাজার এলাকায় গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।
নিহতের লাশ বিনা ময়নাতদন্তে নেওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে বলে জানান তিনি।
সিলেট শাহপরান থানার ওসি আখতার হোসেন বলেন, এ ঘটনায় ট্রাক চালককে আটক করা যায়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।