Inqilab Logo

বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুটিয়ে যাওয়ায় চলচ্চিত্রে তাদের ফেরা হচ্ছে না

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

চলচ্চিত্রে শাবনূরের ফেরাটা বলা যায় অনিশ্চিত। তেমনি অপু বিশ্বাসেরও ফেরা কঠিন হয়ে উঠেছে। এই দুজনের চলচ্চিত্রে ফেরার অনিশ্চয়তার কারণ শরীর। তারা দুজনই মুটিয়ে গিয়েছেন। চেষ্টা করেও চলচ্চিত্র উপযোগী শরিরীক ফিটনেস তৈরি করতে পারছেন না। অবশ্য চলচ্চিত্রে দুজন না থাকলেও বিভিন্ন অনুষ্ঠানে তাদের দেখা যায়। শাবনূর চলচ্চিত্র সংশ্লিষ্ট সামাজিক অনুষ্ঠানে নিয়মিত হাজির হন। আর অপুকে চলচ্চিত্রের চেয়ে বেশি দেখা যায় বিভিন্ন স্টেজ শোতে। শাবনূর বলেন, শরীরের সাথে খুব একটা পেরে উঠছি না। এত ডায়েট করার চেষ্টা করছি, তাতেও কাজ হচ্ছে না। তবে আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা ছাড়ছি না। ইনশাললাহ আবার একদিন ঠিকই চলচ্চিত্রে ফিরতে পারবো। তিনি বলেন, শেষ পর্যন্ত অভিনয় করা না হলেও পরিচালনা তো করবোই। সেজন্য প্রস্তুতি নিচ্ছি। আশা করছি, নিজেই প্রযোজনা করবো। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এদিকে শাবনূরের মতোই অবস্থা অপু বিশ্বাসেরও। দিনের পর দিন চেষ্টা করেও নিজের মুটিয়ে যাওয়া শরীর নিয়ন্ত্রনে আনতে পারছেন না। ফলে নতুন কোন সিনেমার অফারও পাচ্ছেন না। শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২ ও কলকাতার শর্টকাট সিনেমা দুটি ছাড়া তার হাতে আর কোন কাজ নেই। বাধ্য হয়ে বিভিন্ন স্টেজ শো ও বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়েই আলোচনায় থাকছেন তিনি। চাইছেন আবার নতুন করে সিনেমায় ফিরতে। তার জন্য চেষ্টাও করে যাচ্ছেন তিনি। অপু বিশ্বাস বলেন, অনেকের প্রশ্ন- ছবির কাজ কমিয়ে দিয়ে স্টেজ শো বা কোনো প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে অপুকে কেন বেশি দেখা যায়। এর জবাব অবশ্যই আছে আমার কাছে। মানুষের অবারিত ভালোবাসার টানে আমাকে স্টেজ শোতে ছুটে যেতে হয়। কাউকে না বলতে খারাপ লাগে। আর ছবির কাজ শুরু করতে হলে মনের মতো গল্প আর চরিত্র পেতে হবে। আমাকেও অভিনেত্রীসুলভ গড়নে ফিরতে হবে। সে চেষ্টা করে যাচ্ছি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চলচ্চিত্র


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ