Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রণবীর কাপুরের সঙ্গে প্রেম করার বিষয়ে বলতে লজ্জা বোধ করেন আলিয়া ভাট

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ ডিসেম্বর, ২০১৮, ১২:০৭ এএম

অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে রোমান্সের ব্যাপারে এক ধরণের নির্লিপ্ত নীরবতা প্রদর্শন করেন অভিনেত্রী আলিয়া ভাট। তবে তার পরিবারের সদস্যরা বিষয়টা সহজেই মেনে নিয়েছে। স¤প্রতি আলিয়ার বাবা চলচ্চিত্র নির্মাতা মহেশ ভাট তাদের দুজনে সম্পর্কের ব্যাপারে মন্তব্য করেছেন। তিনি বলেন, “মানে, হ্যাঁ, তারা অবশ্যই প্রেম করছে। এটা বোঝার জন্য বিশেষ জ্ঞান প্রয়োজন নেই। আমি রণবীরকে পছন্দ করি... সে দারুণ মানুষ।” বাবার মন্তব্য নিয়ে আলিয়া বলেছেন, “সত্য কথা বলতে আমি এই বিষয়ে কথা বলতে লজ্জা বোধ করি। আমি বাবাকে ভালবাসি, তিনি যা বলেন তার বড় মূল্য আছে আমার কাছে। এর বাইরে আমি কিছু বলতে চাই না।” জাহ্নবী কাপুর আর সারা আলি খানের মত অভিনেত্রীরা আসায় আলিয়া সিনিয়র অভিনেত্রী হওয়াতে কেমন বোধ করছেন জানতে চাইলে তিনি বলেন, “আমি সিনিয়র হইনি, গ্র্যাজুয়েট হয়েছি মাত্র। তারা তো আমার চেয়ে খুব ছোট নয়। চলতি বছর আলিয়া অভিনীত ‘রাজি’ ছিল সফলতম চলচ্চিত্রের তালিকায়। ২০১৯ সালে তার সম্ভাবনাময় ফিল্ম ‘কলঙ্ক’: মুক্তি পাবে ১৮ এপ্রিল। তার অভিনয়ে ‘গালি বয়’ মুক্তি পাবে ১৪ ফেব্রæয়ারি। আর ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তি পাবে আগামী বছর বড়দিনে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রেম


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ