Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

গৌরীপুরে ধানের শীষের প্রচার মাইক ছিনতাই

ময়মনসিংহ ব্যুরো : | প্রকাশের সময় : ১৬ ডিসেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

ময়মনসিংহের গৌরীপুরে ধানে শীষের প্রচারণায় বাঁধা দিয়ে মাইক ও অন্যান্য সরঞ্জাম ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার দুপুরে সহকারী রির্টারিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা করিমের কাছে লিখিত ভাবে এ অভিযোগ করা হয় বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসাইনের পক্ষে। ময়মনসিংহ জেলা উত্তর যুবদলের সহ-সভাপতি মুহাম্মদ মাহফুজুর রহমান স্বাক্ষরিত অভিযোগ জানা যায়, গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার বোকাইনগর ইউনিয়নের বেতান্দর বাজারে ধানের শীষ প্রতিকের পক্ষে মাইকে প্রচারনা চলছিল। এ সময় স্থানীয় মামুদনগর গ্রামের আবদুস ছালামের পুত্র নৌকার সমর্থক আশরাফুলের নেতৃত্বে হামলা চালিয়ে অটো রিক্সা থেকে মাইক, ব্যটারীসহ অন্যান্য সরঞ্জামাদি জোর পূর্বক ছিনতাই করে নেয়। এবং ধানের শীষের পক্ষে এলাকায় প্রচারণার না করা জন্যও হুমকি দেয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ