রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মুন্সীগঞ্জে-১ (শ্রীনগর-সিরাজদিখান) আসনে বিএনপির ছয় নেতাকর্মীকে আটক করেছে শ্রীনগর-সিরাজদিখান থানা পুলিশ, আতঙ্কে বিএনপি নেতাকর্মীরা। গত শুক্রবার দিবাগত রাতে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন শ্রীনগর থানা পাটাভোগ ইউনিয়ন বিএনপি নেতা কাজী সৈয়দ মুক্তাকিন, বাড়ৈগাঁও উইনিয়ন বিএনপি কর্মী হাফিজুল ইসলাম, বাঘড়া ইউনিয়ন বিএনপি কর্মী ইমরান, সিরাজদিখান থানা বিএনপির যুবদলের যুগ্ম সম্পাদক ইমতিয়াজ আহমেদ নবী, রশুনিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. দুলাল হোসেন, রশুনিয়া ইউনিয় স্বেচ্ছাসেবক দলের নেতা শফিকুল ইসলাম বাদল। নেতাকর্মীদের গ্রেফতারের বিষয়ে সিরাজদিখান থানা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস ধীরন জানান, নির্বাচন মাঠ থেকে আমাদেরকে দূরে রাখার একটা পাঁয়তারা করছে সরকার এবং নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। আমি এর তীব্র নিন্দা জানাই।
শ্রীনগর-সিরাজদিখান থানার ওসি মো. ইউনুচ আলী ও মো. ফরিদ উদ্দিন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, তাদেরকে নাশকতার মামলায় গ্রেফতার করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।