রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক হাতে পাওয়ার পর থেকে আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণা শুরু করেছে প্রার্থীরা। নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের ছয় প্রার্থীর গত মঙ্গলবার থেকে মাঠে নেমেছেন। তারা হলেন- ঐক্যফ্রন্টের প্রার্থী কৃষক শ্রমিক জনতালীগের মুনজুরুল ইসলাম বিমল (ধানের শীষ), আ.লীগের শহিদুল ইসলাম বকুল (নৌকা), জাতীয় পার্টির আবু তালহা (লাঙ্গল), বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কাস পার্টির মো. আনছার আলী (কোদাল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খালেকুজ্জামান (হাতপাখা) এবং বাংলাদেশ মুসলিম লীগের মো. মাকসুদুর রহমান (হাতপাঞ্জা)। গতকাল শনিবার সকাল পর্যন্ত নাটোর-১ আসনে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
প্রার্থীর উভয় যে যার মতো নির্বাচনী প্রচারনার অংশ হিসেবে গণসংযোগ, পথসভা, নির্বাচনী অফিস উদ্বোধন, পোস্টার, ব্যানার, মাইকিং স্বাধীন মতো চালিয়ে যাচ্ছে। প্রার্থীরা বলছেন, এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ ভালো আছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।