বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নরসিংদী-৫ (রায়পুরা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার আশরাফুল হক বকুলের ধানের শীষের বিজয় অর্জনে ঐক্যবদ্ধ হয়েছে রায়পুরা থানা বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা। বৃহস্পতিবার রায়পুরা শ্রীরামপুর বাজারে মোমেন ভ‚ঁইয়া মার্কেটে আয়োজিত থানা বিএনপির এক বর্ধিত সভায় শত শত নেতা-কর্মীরা এই অঙ্গীকার ব্যক্ত করেছে। বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক ঊনসত্তরের গণঅভ্যুত্থানের সূচনাকারী আলহাজ্ব তোফাজ্জল হোসেন মাস্টার। থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নেসার আহমেদের সভাপতিত্বে বর্ধিত সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা বিএনপির সহ-সভাপতি জামাল আহমেদ চৌধুরী, ফাইজুর রহমান, থানা বিএনপি সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন, থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুর রহমান, থানা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম, থানা যুবদলের সভাপতি আমজাদ হোসেন প্রমুখ। জেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন বলেন, আপামর জনসাধারণ ধানের শীষের পক্ষে রয়েছে। রায়পুরা উপজেলা শহীদ জিয়া তথা ধানের শীষের একটি ঘাঁটি। এই উপজেলার প্রতিটি গ্রাম পর্যায়ে বিএনপির শক্তিশালী কমিটি রয়েছে। রয়েছে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক। জনগণকে সাথে নিয়ে দাঁড়াতে পারলে কোন অপশক্তি ধানের শীষের বিজয় ঠেকাতে পারবে না। তিনি প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে কমিটি গঠন করে কেন্দ্র দখল সীল মারামারি প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানান। দীর্ঘ ১০ বছর ধরে জবর দখলে রাখা রায়পুরা আসনটি ভোটযুদ্ধের মাধ্যমে দখলমুক্ত করতে হবে। তৃণমূলের নেতাকর্মীরা বলেন, জেলা থানা পৌরসভাসহ বিভিন্ন ইউনিটের নেতারা সামনে থাকলে সাধারণ কর্মী তথা সমর্থকরা কখনই আন্দোলনের মাঠ থেকে পিছপা হবেনা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।