বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
উখিয়া-টেকনাফ আসনে ধানের শীষের প্রার্থী কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী বলেছেন, ধানের শীষের পক্ষে গণজোয়ার দেখে আব্দুর রহমান বদির মাথা খারাপ হয়ে গেছে।
তারা পুলিশ দিয়ে ধানের শীষের কর্মীদের মামলা, হামলা ও গ্রেফতার করে হয়রানী করছে। ধানের শীষের জোয়ার ঠেকাতে টেকনাফের ওসি যেন যুদ্ধ ঘোষণা করেছেন। টেকনাফের ওসি প্রদীপ বদির কর্মচারী হিসেবে কাজ করছেন বলে অভিযোগ করে তিনি বলেন, ওসি প্রদীপের জেনে রাখা দরকার সে প্রজাতন্ত্রের কর্মচারী। কারো পক্ষে বা বিপক্ষে অবস্থান নিতে পারেন না।
শাহজাহান চৌধুরী গতকাল শুক্রবার বিকেলে টেকনাফের মীনা বাজারে এক নির্বাচনী সভায় একথা বলেন। আওয়ামী লীগের দুঃশাসন মানুষের মেরুদণ্ড ভেঙে দিচ্ছে। তিনি বলেন, ৩০ ডিসেম্বর মানুষ ধানের শীষে ভোট দিয়ে আওয়ামী দুঃশাসনের জবাব দেবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।