Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মানুষের মনোযোগ ব্রি লারসনের জন্য ‘ভীতিকর’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

অভিনেত্রী ব্রি লারসনকে আগামীতে সুপারহিরো ফিল্ম ‘ক্যাপ্টেন মারভেল’-এ দেখা যাবে। তিনি জানিয়েছেন হঠাৎ করে এই নতুন ভূমিকায় লাইম লাইটে আসার কারণে তিনি যে মনোযোগ আকর্ষণ করছে তা তার জন্য ভীতিকর। মারভেল স্টুডিওসের প্রতীক্ষিত ফিল্মটিতে তিনি ক্যারল ডেনভার্স ওরফে ক্যাপ্টেন মারভেলের ভূমিকায় অভিনয় করছেন। অস্কার বিজয়ী ব্রি (২৯) এক সাক্ষাতকারে বলেছেন ‘অ্যাভেঞ্জার্স : ইনফিনিটি ওয়ার’ মুক্তি পাবার পর তিনি মানুষের মনোযোগের কেন্দ্রে এসেছেন। আরও মনোযোগ আকৃষ্ট হয়েছে মারভেল সিনেমাটিক ইউনিভার্সের পরের চলচ্চিত্রটিতে তার অন্তর্ভুক্ত হবার পর। “মানুষের মনোযোগ আমার প্রতি আকৃষ্ট হচ্ছে বিষয়টি আমার জন্য অবশ্যই ভীতিকর। ‘অ্যাভেঞ্জার্স : ইনফিনিটি ওয়ার’-এর পর ইনস্টাগ্রামে যে পরিমাণ সাড়া বেড়েছে তা দেখে আমি ঘাবড়ে যাইনি তা বললে মিথ্যা বলা হবে। আমি কখনও এমন ভাবিনি। মানুষ আমার প্রতি এতো মনোযোগ দিচ্ছি কেন?,” লারসন বলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মানুষ

২৭ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ