Inqilab Logo

সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

গাজীপুরে মহাসড়ক অবরোধ ৮ কারখানায় ছুটি

গাজীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০১৮, ১:৩৩ পিএম

বেতন কাঠামোয় পারিশ্রমিক বৃদ্ধির দাবিতে মঙ্গলবার সকালে গাজীপুরে কয়েকটি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়েছে। কর্মবিরতি পালনরত শ্রমিকরা মঙ্গলবার সকালে বিক্ষোভসহকারে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নেমে আসে।


এতে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটার পাশাপাশি দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পুলিশ দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সহিংসতা এড়াতে কর্তৃপক্ষ ৮ পোশাক কারখানা মঙ্গলবারের জন্য ছুটি ঘোষণা করেন।

গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানার ওসি ইসমাইল হোসেন জানান, ঈস্ট-ওয়েস্ট পোশাক কারখানার শ্রমিকরা সকাল ১০টায় তারা বিক্ষোভসহকারে নেমে আসেন এবং মহাসড়কে অবস্থান নেন।

কিছু শ্রমিক আশেপাশের কারখানায় গিয়ে তাদের আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানান। এতে ৮টি পোশাক কারখানার কয়েক হাজার শ্রমিক সড়কে নেমে পড়েন। থানা পুলিশ ও শিল্প পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের পর বেলা সাড়ে ১১টায় যানবাহন চলাচল শুরু হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গাজীপুর

৬ নভেম্বর, ২০১৮

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ