বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
তাবলীগ জামাতের চলমান সঙ্কট নিরসনে শীর্ষ উলামায়ে কেরাম ও তাবলিগ জামাতের মুরব্বীদের সমন্বয়ে এক উলামা-মাশায়েখ প্রতিনিধি সম্মেলন গতকাল হাটহাজারী মাদরাসার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ আহমদ শফীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তারা বলেন, টঙ্গী ময়দানে অমানবিক ও নৃশংস হামলায় জড়িত মাওলানা সা’দ ও ওয়াসিফ গং অনুসারীদের বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে কঠিন বিচার করতে হবে। এ হামলার সময় পুলিশের ভুমিকা ছিল প্রশ্নবিদ্ধ। সম্মেলনে সা’দপন্থীদের কাকরাইল মসজিদে প্রবেশ করতে না দেয়ার কার্যকরী ব্যবস্থা গ্রহণ। বিশ্ব ইজতেমার পূর্ব নির্ধারিত তারিখ ১৮, ১৯ ও ২০ জানুয়ারি (প্রথমপর্ব) এবং ২৫, ২৬ ও ২৭ জানুয়ারি (দ্বিতীয়পর্ব) অনুষ্ঠানের ব্যবস্থা নেয়াসহ সরকারের কাছে পেশ করা দাবি সমুহ আগামী সাতদিনের মধ্যে পূরণ না হলে কঠোর কর্মসূচি দেয়া হবে।
বৈঠকে উপস্থিত ছিলেন আল্লামা আশরাফ আলী, মাওলানা মুহাম্মদ জোবাইর, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা জুনায়েদ বাবুনগরী, মাওলানা শেখ আহমদ, মুফতি রুহুল আমিন, মাওলানা আবু তাহের নদভী, মাওলানা মাহমুদুল আলম, মাওলানা আব্দুল বাছির, মাওলানা মুবারক উল্লাহ, মাওলানা সাজিদুর রহমান, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা আব্দুল হামিদ, (পীর সাহেব মধুপুর) মাওলানা নুরুল হুদা ফয়জী, মাওলানা মাহফুজুল হক, মাওলানা নেয়ামতুল্লাহ ফরিদী, মাওলানা উমর ফারুক, মুফতি জসিমুদ্দীন, মুফতি কেফায়াতুল্লাহ, মাওলানা আনাস মাদানী, মাওলানা জোবাইর আহমদ চৌধুরী ও মুফতি নুরুল আমিন প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।