Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এলিনা-শাপলায় হতাশ বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০১৮, ১২:০২ এএম

২৫ হাজার ডলার প্রাইজমানির ইউনেক্স-সানরাইজ আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধনী দিনই হতাশ করলেন স্বাগতিদক বাংলাদেশের তারকা দুই নারী শাটলার এলিনা সুলতানা ও শাপলা আক্তার। গতকাল প্রথম দিনে পুরুষ এককের খেলায় লাল-সবুজের শাটলাররা জিতলেও হেরে গেছেন দেশের অন্যতম সেরা এই দুই নারী শাটলার।
দিনের শুরুটা হয় স্বাগতিকদের জয়ের মধ্যদিয়েই। সাতটি জয় দিয়ে প্রথম দিনটি রাঙিন করে তোলেন বাংলাদেশের পুরুষ শাটলাররা। এর মধ্যে দেশের শীর্ষ বাছাই শাটলার গৌরব সিং ২২-২০ ও ২১-১৫ পয়েন্টে মরিশাসের মালভিন আপ্পিয়াকে হারান। আহসান হাবিব পরশ ২১-৮ ও ২১-১৩ পয়েন্টে মালদ্বীপের মোহাম্মদ রাফাহকে হারান। আবদুল খালেক ২১-১৪ ও ২১-১৬ পয়েন্টে হারিয়ে দেন মরিশাসের রামরাখা শাহিরকে। এছাড়া সালমান খান ২১-৮ ও ২১-৬ পয়েন্টে মরিশাসের পুলতো তেজরাজকে, মঙ্গল সিংহ ভারতের শচিন চন্দ্র শেখর ও লাল চাঁন ভারতের কিরন কুমারের বিপক্ষে ওয়াকওভার পান। পুরুষ বিভাগে আরিফুল ইসলাম তুহিন ২১-৫ ও ২১-৮ পয়েন্টে মালদ্বীপের মোহাম্মদ আকিফকে হারান।
অন্যদিকে মহিলা বিভাগে স্বাগতিক দলের শীর্ষ বাছাই এলিনা ২১-১৯ ও ২১-১৩ পয়েন্টে আমেরিকার রুহি রাজুর কাছে, শাপলা আক্তার ২১-২ ও ২১-১০ পয়েন্টে ভিয়েতনামের লিনগুয়েনের কাছে, উর্মি আক্তার ২১-৪ ও ২১-৫ পয়েন্টে থাইল্যান্ডের চানানচিদার কাছে এবং দুলালী হালদার ইন্দোনেশিয়ার ইয়াসনিতা এঙ্গিরার সঙ্গে প্রথম সেটে ২১-৭ পয়েন্টে হারলেও দ্বিতীয় সেটে ৬-০ পেয়েন্টে পিছিয়ে থাকার সময় ব্যথা পেয়ে কোর্ট ছড়েন। জিতেছেন কেবল রেহেনা পারভীন, তিনি ২১-১৮, ২০-২২ ও ২১-১৮ পয়েন্টে হারান মরিশাসের জেমিমা স্যাংককে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ