মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সব রাজ্যেই বিজেপি অস্তিত্ব হারিয়েছে তা প্রমাণ করল সেমিফাইনাল। ২০১৯ সালের ফাইনাল ম্যাচের জন্য এদিনের ফলই সুস্পষ্ট গণতান্ত্রিক ইঙ্গিত। পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলে বিজেপির বিপর্যয়ের ইঙ্গিত মিলতেই গেরুয়া শিবিরকে উদ্দেশ করেই এই ভাষাতেই টুইট ময়দানে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর আরও দাবি, মানুষই চিরকাল ‘ম্যান অফ দ্য ম্যাচ’ এবং এ ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি। বর্তমান ভারতীয় রাজনীতিতে মোদী বিরোধী মুখ হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান অনস্বীকার্য। মঙ্গলবার সকাল থেকেই জনতার রায় গেরুয়া শিবিরের বিরুদ্ধে বইতে শুরু করেছে রাজস্থান ও ছত্তিশগড়ে। মধ্যপ্রদেশে অবশ্য হাড্ডাহাড্ডি লড়াই চালাচ্ছে হাত-পদ্ম, দুই শিবিরই। অন্যদিকে, নিজের গড় অটুট রাখার সুস্পষ্ট ইঙ্গিত দিয়েছেন জাতীয় স্তরে অ-বিজেপি আঞ্চলিক রাজনৈতিক দলের অন্যতম মুখ কে. চন্দ্রশেখর রাও। আর এই ফলাফলেই রীতিমতো উচ্ছ¡সিত তৃণমূল সুপ্রিমো। মঙ্গলবারের ফলাফলের প্রাথমিক আভাস দেখে এ প্রসঙ্গে বেশ কয়েকটি টুইট করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। সকাল সাড়ে এগারোটা নাগাদ প্রথম টুইটে মমতা লিখেছেন, “মানুষ বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছেন। এটাই গণরায় এবং দেশবাসীর জয়”। নোট বাতিল-সহ রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে উদ্দেশ্য প্রণোদিতভাবে ব্যবহারের অভিযোগে বরাবরই সরব মমতা বন্দ্যোপাধ্যায়। অসমে নাগরিকপঞ্জির প্রাথমিক খসড়ায় লক্ষাধিক মানুষের নাম বাদ যাওয়াতেও গর্জে উঠেছেন মমতা। সেই সূত্রেই মঙ্গলবার পাঁচ রাজ্যে ভোটের ফলের আভাস দেখে তাঁর ইঙ্গিতপূর্ণ টুইট, “গণতন্ত্রের জয় এবং অবিচার, অত্যাচার, দেশের প্রতিষ্ঠান ধ্বংস করা, দরিদ্র ও কৃষকদের কথা না ভাবা, মানুষের জন্য কাজ না করার বিরুদ্ধে জয়”। প্রসঙ্গত উল্লেখ্য, সোমবারই দিল্লিতে বিরোধী রাজনৈতিক দলগুলির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আসন্ন লোকসভা নির্বাচনে কেন্দ্রের এনডিএ সরকারকে হঠানোর নীল নক্সা তৈরি করতেই এই বৈঠকের আয়োজন হয়েছিল। বৈঠকে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইন্ডিয়ান এক্সপ্রেস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।