Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাউজানে ট্রাকের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল সিএনজি, ৩ যাত্রী আহত

রাউজান (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০১৮, ৭:৩৫ পিএম

চট্টগ্রামের রাউজানে ট্রাকের ধাক্কায় সিএনজির ৩ যাত্রী গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার (১১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রাউজান ইউনিয়নের পানি চত্বর এলাকায় হাফেজ বজলুর রহমান সড়কে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সিএনজি চালক হিরামন বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে জলিল নগর-পাহাড়তলী সড়কের (হাফেজ বজলুর রহমান সড়ক) একটি ইটবোঝাই ট্রাক সিএনজিকে (চট্টগ্রাম-থ-১৩-৫০০৪) ধাক্কা দিলে ৩ যাত্রী গুরুতর আহত হন। এসময় সিএনজি দুমড়ে মুচড়ে যায়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। আহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, রাঙ্গুনিয়া উপজেলার শহর মল্লিকের পুত্র মোহাম্মদ শহীদ উল্লাহ (৩৫) ও হাটহাজারী উপজেলার বড়দিঘীরপাড় এলাকার মাহবুবুল আলমের পুত্র মোহাম্মদ কায়েস আলম (৩৭)। তবে এ ঘটনায় আরো এক মহিলা আহত হলেও তাৎক্ষনিক তার পরিচয় পাওয়া যায়নি। এই প্রসঙ্গে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র কর্তব্যরত চিকিৎসক ডা. শাকিরা জানান, আহত অবস্থায় এক মহিলাসহ ৩জনকে হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা। তৎমধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক মনে হওয়ায় আমরা দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ