Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ফরিদপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ ডিসেম্বর, ২০১৮, ৩:৫৯ পিএম
ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের নগরকান্দা উপজেলার গজারিয়ায় স্থানে বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে ২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছের কমপক্ষে ৩০ জন।
 
সোমবার (১০ ডিসেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- পিকআপ ভ্যানের হেলপার ভাঙ্গা উপজেলার সদরদী এলাকার আব্দুল মালেক মুন্সীর ছেলে আজিজার রহমান মুন্সী (৫৫)। অপরজন বাসযাত্রী টুঙ্গিপাড়া এলাকার বরনী গ্রামের সোলায়মান মোল্লার ছেলে হাফিজুর রহমান বাদল (৪০)।
 
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নড়াইল থেকে ঢাকাগামী ঈগল পরিবহনের (ঢাকা মেট্রো ব ১৪-৯৮৩১) একটি বাস ইউনিলিভার কোম্পানির একটি পিকআপকে (ফরিদপুর ন ১১-০১২২) ধাক্কা দেয়। এ সময় সামনে থাকা পিরোজপুরগামী ইমাদ পরিবহনের একটি বাসের (ঢাকা মেট্রো ব ১৪-৪৯০৪) সঙ্গেও সংঘর্ষ হয়। এ সময় ঈগল পরিবহন রাস্তা থেকে ছিটকে পাশের খাদে পড়ে যায়।
 
আহতদের মুকসুদপুর ও ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়েছে।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফরিদপুর

১১ নভেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ