Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জলপাইগুড়িতে বিজেপির সাথে সংঘর্ষে ২০ পুলিশ সদস্য আহত

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

ভারতের পশ্চিমবঙ্গে পুলিশ ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার জলপাইগুড়ির জঙ্গলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অতিরিক্ত পুলিশ সুপারসহ অন্তত ২০ পুলিশ সদস্য আহত হয়েছেন। জলপাইগুড়ির পুলিশ সুপার অমিতাভ মাইতি সাংবাদিকদের জানান, জলপাইগুড়ির ধুপগুড়ি থানার অন্তর্গত ধুপজোরা অঞ্চলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় অতিরিক্ত পুলিশ সুপারের চোখে পাথরের আঘাত লাগায় গুরুতর জখম হন তিনি। ওই সময় পাশের কোচবিহার জেলায় দলের এক বড় নেতার সভায় যোগ দিতে যাচ্ছিল বিজেপি সমর্থকরা। ধুপজোরার কাছে বিজেপি সমর্থক বোঝাই বাসটি আটকে দেয় পুলিশ। তারপরই সমর্থকরা বাস থেকে নেমে পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়তে শুরু করে। সেই পাথরের আঘাতেই গুরুতর জখম হন অতিরিক্ত পুলিশ সুপার থেন্ডুপ শেরপা। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই এলাকায় র‌্যাপিড অ্যাকশন ফোর্স (র‌্যাফ)-এর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। বিজেপি’র রাজ্য সভাপতি দিলীপ ঘোষের অভিযোগ, পুলিশ ও তৃণমূল মিলে আটকাতে গিয়েছিল বিজেপি সমর্থকদের। তাদের ‘উচিত’ জবাব দিতেই পাথর নিক্ষেপ করা হয়েছে। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিজেপি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ