Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

র‌্যাব কর্মকর্তার সন্ধান চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

নিখোঁজের চারমাস পার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ ডিসেম্বর, ২০১৮, ১২:০২ এএম


সাবেক র‌্যাব কর্মকর্তা লে. কর্নেল (অব.) হাসিনুর রহমান নিখোঁজের পরে চার মাস পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান মেলেনি। এই অবস্থায় তার খোঁজ পেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন হাসিনুরের স্ত্রী শামীমা আখতার। গতকাল রাজধানীর সেগুনবাগিচায় ক্রাইম রিপোর্টার্স বহুমুখী সমবায় সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ হস্তক্ষেপ কামনা করেন। হিজবুত তাহরীরের সাথে সংশ্লিষ্টতার অভিযোগে তাকে উঠিয়ে নেওয়া হতে পারে বলে নিখোঁজের সময়ে শোনা গিয়েছিল।
শামীমা বলেন, আমার স্বামী সম্পূর্ণ একজন দেশপ্রেমিক মানুষ, তিনি সততা ও নিষ্ঠার সাথে ২৮ বছর সেনাবাহিনীতে চাকরি করেন। দেশের প্রতি অবদানের জন্য তিনি নানা পদক পেয়েছেন। র‌্যাব-৭ এ অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বলেন, গত ৮ আগস্ট রাত ১০টা ২০ মিনিটে দুটি মাইক্রোবাসে করে আনুমানিক ১৪/১৫ জন লোক মিরপুরের ডিওএইচএস থেকে আমার স্বামীকে উঠিয়ে নিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা তখন জানায়, যারা তাকে উঠিয়ে নিয়ে গেছে তারা সাদা পোশাক পরিহিত ছিলেন। এ বিষয়ে গত ৯ আগস্ট পল্লবী থানায় একটি সাধারণ ডায়েরি করি।
স্ত্রী আরো বলেন, চার মাস পার হয়ে গেলেও আমার স্বামীর এখনো কোন খোঁজ পাওয়া যায়নি। তাকে ছাড়া আমরা অসহায়। যার কারণে এমতাবস্থায় মাননীয় প্রধানমন্ত্রীর কাছে শেষ আশ্রয়স্থল হিসেবে আমার স্বামীকে খুঁজে বের করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দানে তার হস্তক্ষেপ কামনা করছি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ