Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধ্রুব মিউজিক স্টেশনের ১০ লাখ সাবস্ক্রাইবার

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৮ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

মাত্র ২ বছরেই ১০ লাখ বা ১ মিলিয়ন সাবস্ক্রাইবারের মাইলফলক স্পর্শ করেছে দেশের অন্যতম শীর্ষ অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান ‘ধ্রæব মিউজিক স্টেশন’ (ডিএমএস)। ২০১৭ সালে যাত্রা শুরু করা এই প্রযোজনা প্রতিষ্ঠানটি সম্প্রতি এই সাফল্যের মাইলফলক স্পর্শ করে। দর্শক-শ্রোতার এই ভালোবাসায় উচ্ছ¡াসিত প্রতিষ্ঠানটির কর্নধার ও সঙ্গীতশিল্পী ধ্রæব। তিনি জানান, ‘সবার প্রিয় অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান ‘ধ্রæব মিউজিক স্টেশন’ (ডিএমএস) এখন ১০ লাখ সাবস্ক্রাইবারের পরিবার। এটা আমাদের অহংকার নয়, এটা আমাদের অলংকার। আমরা দেবো গুনগত মান সম্পন্ন অডিও-ভিডিও। শুধু মুখে মুখে নয়, বাস্তবেই সুস্থ ধারার বাংলা গানকে টিকিয়ে রাখার সংগ্রামে বদ্ধপরিকর আমরা। অতীতের ন্যায় ভবিষ্যতেও আপনাদের সবার প্রত্যক্ষ ও পরোক্ষ সমর্থন, সহযোগিতা, ও ভালোবাসা চাচ্ছি। সুস্থ্য ধারার বাংলা গানের জয় হউক।’ উল্লেখ্য ‘ধ্রæব মিউজিক স্টেশন’ (ডিএমএস), প্রতি সপ্তাহেই একাধিক নতুন গান এবং নাটক, শর্টফিল্ম দর্শক- শ্রোতাদের উপহার দিয়ে যাচ্ছে। ‘ধ্রæব মিউজিক স্টেশন’ ছাড়াও ইউটিউবে রয়েছে ধ্রæব মিউজিক কটেজ, ধ্রæব টিভি, ছবিমেলা চ্যানেলগুলো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মিউজিক


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ