Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইসিসিতে রোহিঙ্গা নৃশংসতা নিয়ে মিয়ানমারকে নিন্দা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ ডিসেম্বর, ২০১৮, ৪:২১ পিএম

রোহিঙ্গাদের মানবাধিকার যথাযথভাবে আদায় না হওয়া আর তাদের ওপর চলতে থাকা নৃশংসতার জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) চলতি ১৭ তম সাধারণ সভায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে ইউরোপীয় দেশগুলো।
বুধবার (৫ ডিসেম্বর) আইসিসি’র চলতে থাকা সাধারণ সভায় ইইউ মিয়ানমার সেনাদের নৃশংসতার দায়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নির্দেশনা প্রেরণের জন্য দাবি জানায়।
১২৩টি সদস্য দেশ নিয়ে সংগঠিত সে অধিবেশনের শুরুতেই আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রবল চাপ ও নিন্দার মুখে পড়ে মিয়ানমার। অধিবেশনের সময়কাল এক সপ্তাহ হলেও মিয়ানমার প্রসঙ্গে প্রথম দিন থেকেই বিভিন্ন দেশ বক্তব্য রাখছে। রোহিঙ্গা নৃশংসতার অপরাধ নিয়ে ২৮ দেশের ইউরোপীয় জোটের কয়েকটি দেশের প্রতিনিধিরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন জেনেভার কূটনৈতিক সূত্রগুলো।
এদিকে, রোম সনদে স্বাক্ষরকারী দেশ না হওয়া সত্ত্বেও এই প্রথম আইসিসি’র সাধারণ সভায় যোগ দেওয়ার জন্য আবেদন করেছে মিয়ানমার। আন্তর্জাতিক সম্প্রদায় কর্তৃক চাপের কারণে মিয়ানমার আইসিসি অধিবেশনে যুক্ত হতে চাচ্ছে বলে মনে করছে নেদারল্যান্ডসের কূটনীতিক সূত্রগুলো।



 

Show all comments
  • Mohammed Kowaj Ali khan ৭ ডিসেম্বর, ২০১৮, ৪:৪৩ পিএম says : 0
    ওদের বীরুদ্বে শুধু নিন্দা নয় যুদ্ধ শুরু করেন। এই বারমা হচ্ছে পাগলা কুত্তা। আরকান স্বাধীন করেন রুহিজ্ঞাদের জন্য।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রোহিঙ্গা

১৮ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ