Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

স্বাভাবিক জীবনে ফিরল ইউপিডিএফ শীর্ষ সন্ত্রাসী পরিচিত চাকমা

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ ডিসেম্বর, ২০১৮, ১২:০৫ এএম


ইউপিডিএফ (মূল) এর একজন শীর্ষ সন্ত্রাসী অস্বাভাবিক ও অন্যায়ের পথ ছেড়েদিয়ে স্বাভাবিক ও শান্তিপূর্ণ জীবনে ফিরে এসেছে। গতকাল বৃহস্পতিবার আনন্দ চাকমা ওরফে পরিচিত চাকমা, পিতাঃ মনরঞ্জন চাকমা, দীঘিনালা, খাগড়াছড়ি সেনাবাহিনীর কাছে একটি বিদেশী পিস্তল ও তিন রাউন্ড এ্যামুনেশনসহ আতœসমার্পনের মধ্য দিয়ে স্বাভাবিক জীবনে ফেরার শুভ সূচনা করে।
আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুপুর দুইটায় আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে পরিচিত চাকমা তার এই সন্ত্রাসী জীবন ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে এসে একজন আদর্শ নাগরিক হিসেবে শান্তিপূর্ণ জীবনযাপনের প্রত্যায় ব্যক্ত করেন।
জানা যায়, আনন্দ চাকমা ওরফে পরিচিত চাকমা ৩৬ বছর ধরে শান্তি বাহিনী এবং জনসংহতি সমিতির তথাকথিত আন্দোলনের সাথে যুক্ত আছেন। সর্বশেষ গত ৪ বছর ধরে তিনি ইউপিডিএফ (মূল) এর নানিয়ারচর সার্কেলের বিচার ও সাংগঠনিক পরিচালক হিসেবে নিয়োজিত ছিলেন। সংগঠন ছেড়ে আসার কারণ হিসেবে তিনি ইউপিডিএফ এর আদর্শ ও নীতিহীনতাকে দায়ীকরেন। তার মতে, ইউপিডিএফ একটি আদর্শ ও নীতিহীন সন্ত্রাসী সংগঠন। গুম, খুন, হত্যা ও অপহরণই আজকের ইউপিডিএফ এর আসল কাজ। ইউপিডিএফ প্রধানসহ সকল নেতাকর্মী রক্তের নেশা ও ক্ষমতার মোহে পড়ে আছে বলে তিনি মনে করেন। এছাড়াও তিনি বলেন, ইউপিডিএফ এর কাছে স্বজাতীয় কোন ভাইবোন ও নিরাপদ নয়। তাদের সাথে মতের অমিল থাকার কারণে বর্মা ও শক্তিমান চাকমাসহ অনেককেই ইউপিডিএফ সন্ত্রাসীরা নৃশংস ভাবে খুন করেছে।
পরিচিত চাকমা বলেন, পাহাড়ে রমা বোনেরা ও ইউপিডিএফ এর পাশবিকতায় আজ বিপযস্ত। সম্প্রতি ইউপিডিএফ এর নির্যাতনের স্বীকার রাঙ্গামাটির মিতালী চাকমার প্রসঙ্গ এনে তিনি বলেন, আমারও ডিগ্রী পড়ুয়া একটি মেয়ে আছে তার ভবিষ্যৎ নিয়েও আমি শঙ্কিত। এ সকল কারণে তিনি সন্ত্রাসের জীবন ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন এবং তার মত অনেকেই স্বাভাবিক জীবনে ফিরতে চাইলেও প্রাণ ভয়ে ফিরে আসতে পারছেন না বলে তিনি জানান। পরিশেষে সরকার ও নিরাপত্তা বাহিনীর কাছে তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা চান এবং বাকি জীবনটা একজন আদর্শ নাগরিক হিসেবে সুখে শান্তিতে অতিবাহিত করার আশাবাদ ব্যক্ত করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সন্ত্রাসী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ