রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিভিন্ন অভিযোগ তুলে ঠাকুরগাঁওয়ে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন অভিযোগ করে বলেন, বিএনপিকে দলীয়ভাবে কোনো প্রকার সাংঠনিক কার্যক্রম করতে দিচ্ছে না পুলিশ। অথচ জেলার বিভিন্ন জায়গায় বড় পরিসরে আ.লীগ তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। আমরা এ বিষয়ে জেলা রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছি। আমরা চাই প্রশাসন নিরপেক্ষ থেকে আমাদের কার্যক্রম চালাতে যেন বাধা দেন। আমরা এ নির্বাচনে আপনাদের সহযোগিতা কামনা করছি।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সহ-সভাপতি আল মামুন আলম, সৈয়দ মমিনুল হক বাবু, সহ-সাধারণ সম্পাদক আনসারুল হক, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরীফ, সাংগঠনিক সম্পাদক জাফুরুল্লাহ্সহ অনেকে উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।