Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শৈলকুপায় আ.লীগের ২ গ্রুপে সংঘর্ষ বাড়িঘর ভাঙচুর লুটপাট

ঝিনাইদহ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ ডিসেম্বর, ২০১৮, ১২:০৭ এএম

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ব্রাহিমপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আ.লীগের দুই গ্রæপের মধ্যে সংঘর্ষ ও প্রতিপক্ষের বাড়িঘর ভাঙচুর লুটপাটের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে পরিবারের মানুষ যখন ভাত খাচ্ছিলেন, তখন এই হিংসাত্মক ঘটনা ঘটে। প্রত্যাক্ষদর্শী গ্রামবাসী জানায়, শৈলকুপার উমেদপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি সাব্দার হোসেন মোল্লা ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিজানুর রহমান বাবুলের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার সকালে বাবুলের সর্মথকরা সাব্দার মোল্লার এক সমর্থককে কুপিয়ে আহত করে। এরই জের ধরে সকাল থেকে দফায় দফায় সাব্দার মোল্লার সমর্থকরা ব্রাহিমপুর গ্রামের বাবুলের সমর্থক বজলু মোল্লা, নলু মোল্লা, রাজু, বদর উদ্দিন, নিজাম উদ্দিনসহ অন্তত ১০ জনের বাড়ি ভাঙচুর ও লুটপাট করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে। পরবর্তীতে গ্রামে পুলিশ মোতায়েন করা হয়। ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিজানুর রহমান বাবুলের অভিযোগ গ্রামের একপাশে পুলিশের উপস্থিতি থাকলেও অন্যপাশে চলে ভাঙচুর ও লুটপাট। স্থানীয় মাতব্বর আবু বক্কার ওরফে বাক্কার নেতৃত্বে এ ভাঙচুর ও লুটপাট চালানো হয়। ক্ষতিগ্রস্ত বজলু মোল্লা অভিযোগ করেন শৈলকুপা থানার ওসি কাজী আয়ুবুর রহমান ঘটনার কোনো গুরুত্ব দেননি। ঘটনাস্থলে গিয়ে ১০টি বাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয়েছে দেখা গেলেও ওসি সাংবাদিকদের কাছে বলেন, তেমন কোনো ঘটনা ঘটেনি। এ ব্যাপারে পুলিশ সুপার মো. হাসানুজ্জামান জানান, ঘটনা জানার পর সেখানে সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) তারেক আল মেহেদীকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আ.লীগ

১২ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ