Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

না’গঞ্জে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, স্ট্রোকে নারীর মৃত্যু

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ ডিসেম্বর, ২০১৮, ৩:১২ পিএম

মজুরি বাড়ানোর দাবিতে নারায়ণগঞ্জে এন আর গ্রুপ নামে একটি প্রতিষ্ঠানের শ্রমিক ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন ২০ শ্রমিক ও ৯ পুলিশ সদস্য। সংঘর্ষ চলাকালে ভয়ে স্ট্রোক করে বুলি নামে এক নারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) সকাল ১১টায় ফতুল্লার ভোলাইলে এ সংঘর্ষ হয়। পরে পুলিশ ও স্থানীয় সংসদ সদস্য একেএম শামীম ওসমান ঘটনাস্থলে এসে শ্রমিকদের শান্ত করেন। নিহত বুলি ওই প্রতিষ্ঠানের নারী শ্রমিক ছিলেন।

শিল্প পুলিশ-৪ এর পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, সকালে মজুরি বাড়ানোর দাবিতে শ্রমিকরা ঢাকা-মুন্সিগঞ্জ সড়ক বন্ধ করে বিক্ষোভ করতে থাকেন। এতে বাধা দিলে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এসময় ২০ শ্রমিক ও ৯ পুলিশ সদস্য আহত হন।

তিনি বলেন, সংঘর্ষ চলাকালে ভয়ে স্ট্রোক করে ওই নারীর মৃত্যু হয়েছে। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংঘর্ষ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ