নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
এসআইবিএল বিজয় দিবস হকি প্রতিযোগিতায় সেরার খেতাব জিতেছে বাংলাদেশ নৌবাহিনী। গতকাল বিকেলে মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনালে নৌবাহিনী ৫-৪ গোলে সেনাবাহিনীকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। বিজয়ী দলের হয়ে রাসেল মাহমুদ জিমি দু’টি এবং মামুনুর রহমান চয়ন, কৃষ্ণ কুমার দাস ও মাইনুল ইসলাম একটি করে গোল করেন। সেনাবাহিনীর মো: নাইম উদ্দিন, মনোজ বাবু, মো: মাহবুবুর রহমান ও মো: হাসান যুবায়ের চার শোধ দেন।
ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরষ্কার বিতরণ করেন বিমান বাহিনী প্রধান ও হকি ফেডারেশনের সভাপতি এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত। এসময় বিশেষ অতিথি ছিলেন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। উপস্থিত ছিলেন এসআইবিএলের ডিএমডি আবু নাসের চৌধুরী, হকি ফেডারেশনের সহ-সভাপতি সাজেদ এ এ আদেল, সাধারণ সম্পাদক আবদুস সাদেক ও যুগ্ম সম্পাদক মাহাবুবুল এহছান রানা সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।