Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৪০০ কোটি রুপি আয় ছাড়িয়েছে ‘২.০’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৬ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

যে চলচ্চিত্রটি নির্মাণে রেকর্ড পরিমাণ অর্থ ব্যয় হয়েছে সেটি আয় আর অন্যান্য ক্ষেত্রে একাধিক রেকর্ড সৃষ্টি করবে তাতে অবাক হবার আর কী আছে। চলচ্চিত্রটি মুক্তি পাবার আগেই কয়েকটি রেকর্ড সৃষ্টি করেছে। প্রথমত নভেম্বর থেকে প্রতিদিন একটি করে পোস্টার প্রকাশ করে আলাদা আলাদা পোস্টারের ক্ষেত্রে নতুন রেকর্ড সৃষ্টি করেছে ‘২.০’। প্রদর্শকদের কাছ থেকে আয় হয়েছে রেকর্ড পরিমাণ ১১০ কোটি রুপি। অগ্রিম টিকিট বিক্রি হয়েছে ১২০ কোটি রুপি, এটিও একটি রেকর্ড। আর নির্মাণের বাজেট ৫৪৩ কোটি রুপি তো ভারতীয় চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে সর্বোচ্চ বাজেট। সায়েন্স ফিকশন অ্যাকশন ফিল্ম ‘২.০’ নিজের কাহিনী ও চিত্রনাট্যে ফিল্মটি পরিচালনা করেছেন এস. শঙ্কর। অভিনয় করেছেন রজনীকান্ত, অক্ষয় কুমার, এমি জ্যাকসন সুধাংশু পাÐে, আদিল হুসেন, কলাভবন সাজন এবং রিয়াজ খান; অক্ষয় রূপায়িত চরিত্রটি করার জন্য প্রথমে আমির খান ও পরে আর্নল্ড শোয়ার্জেনেগারের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। চলচ্চিত্রটি সঙ্গীত পরিচালনা করেছেন এ. আর রহমান। ফিল্মটি গত সপ্তাহে নির্ধারিত দিনের একদিন আগে বৃহস্পতিবার মুক্তি পায়। ২০১০ সালে মুক্তি প্রাপ্ত একই পরিচালকের ‘এনথিরান’-এর পৃথক কাহিনীর সিকুয়েল ‘২.০’ তামিল, তেলুগু আর হিন্দি ভাষায় মুক্তি পেয়েছে; পরের দুই ভাষায় মূল তামিল থেকে ডাব করা হয়েছে। সোমবার পর্যন্ত ফিল্মটির সব সংস্করণ থেকে বিশ্বব্যাপী আয় হয়েছে ৪৪৫ কোটি রুপি। এর মধ্যে শুধু হিন্দি সংস্করণ থেকে আয় ১২৪ কোটি রুপি। চলচ্চিত্রটির নির্মাণ আর স্পেশাল ইফেক্টস প্রশংসিত হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চলচ্চিত্র


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ