Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তায়কোয়ান্ডোতে তিন স্বর্ণ ও দুই রুপা

স্পোর্টস রিপোর্টার : | প্রকাশের সময় : ৫ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

আন্তর্জাতিক তায়কোয়ান্ডো চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে তিন সোনা ও দুই রুপা জয় করেছে বাংলাদেশ তায়কোয়ান্ডো দল। ভারতের উত্তরাখন্ডের দেরাদুনে অনুষ্ঠিত আন্তর্জাতিক তায়কোয়ান্ডো চ্যাম্পিয়নশিপে এই পাঁচ পদক জেতে লাল-সবুজরা। আসরের দলগত অনুর্ধ্ব-৩০ বিভাগের পুমসেতে বিজেএমসির মো: ইমতিয়াজ ইবনে আলী, আনসারের উজ্জ্বল কুমার দেব ও বিজেএমসির ক্য ওয়ান চাক একটি স্বর্ণপদক জেতেন। অনুর্ধ্ব-১৫ বিভাগে সামির খান ও -৮০ কেজি ওজন শ্রেণীতে আনসারের উজ্জ্বল কুমার দেব বাকি দু’টি স্বর্নপদক জেতেন। এছাড়া +৮৭ কেজিতে বিজেএমসির মো: ইমতিয়াজ ইবনে আলী ও -৫৪ কেজিতে একই দলের ক্য ওয়ান চাক একটি করে রৌপ্যপদক জয় করেন। বাংলাদেশ তায়কোয়ানডো দলের হেড অফ টিম এবং কোচের দায়িত্বে ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা। প্রতিযোগিতা শেষে ৩ ডিসেম্বর ঢাকায় ফিরে আসে দলটি। টুর্নামেন্টে স্বাগতিক ভারতসহ আট দেশের প্রায় দেড় হাজার তায়কোয়ান্ডোকা অংশ নেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তায়কোয়ান্ডো

২৪ জানুয়ারি, ২০২০
৪ সেপ্টেম্বর, ২০১৯
৯ ফেব্রুয়ারি, ২০১৯
৮ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ