Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুগ্ম সচিব জাতীয় দলের ম্যানেজার!

তায়কোয়ান্ডো’র অনিয়ম

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০১৯, ৯:০৪ পিএম | আপডেট : ৯:১৪ পিএম, ৩০ সেপ্টেম্বর, ২০১৯

দেশের ক্রীড়াঙ্গনে সরকারি কর্মকর্তাদের দাপট সব সময়ই লক্ষ্য করা যায়। তারা কোন ক্রীড়া ফেডারেশনের সঙ্গে সম্পৃক্ত না থাকলেও বিভিন্ন ক্রীড়া দলের সঙ্গে হরহামেশাই বিদেশ সফর করেন। এটা নতুন কিছু নয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কর্মকর্তাদের বিরুদ্ধে এমন অভিযোগ বেশ পুরনো। ক’দিন আগে ব্রিজ বিশ্বকাপ খেলতে চীন গিয়েছিল বাংলাদেশ দল। কিন্তু ফেডারেশনের সঙ্গে যুক্ত না থাকলেও চীনগামী ওই ব্রিজ দলের সঙ্গে একজন যুগ্ম সচিব, একজন উপসচিব এবং সচিবের পিএস এর নাম থাকা নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছিল। বিশ্বকাপে বাংলাদেশের খেলোয়াড়রা কি পারফরমেন্স করেন তা দেখার জন্যই এই সরকারি কর্মকর্তারা চীন যাওয়ার পায়তারায় ছিলেন। বিষয়টি মিডিয়ায় প্রকাশ হলে শেষ পর্যন্ত তাদের যাওয়া হয়নি। ব্রিজ বিশ্বকাপের পর এবার একই ঘটনা ঘটছে ‘কানাডা ওপেন তায়কোয়ান্ডো’ নিয়ে। বুধবার থেকে ৬ অক্টোবর পর্যন্ত কানাডার মন্ট্রিলে অনুষ্ঠিত হবে ‘কানাডা ওপেন তায়কোয়ান্ডো চ্যাম্পিয়নশিপের খেলা। এ আসরে অংশ নিতেই কানাডা যাবে ১২ সদস্যের বাংলাদেশ দল। যে দলে নাম আছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এক যুগ্ম সচিবের। তার নাম মো:ওমর ফারুক। তিনি বাংলাদেশ তায়কোয়ান্ডো ফেডারেশনের কেউ নন। অথচ তাকেই করা হয়েছে জাতীয় তায়কোয়ান্ডো দলের ম্যানেজার! এ প্রসঙ্গে জানতে ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা’র সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমাদের দলের ম্যানেজার হচ্ছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো: ওমর ফারুক। উনাকে আমাদের পক্ষ থেকেই ম্যানেজার বানানো হয়েছে।’ ফেডারেশনের কেউ নন, অথচ দলের ম্যানেজার! এটা কেন? এর উত্তরে রানা বলেন,‘ম্যানেজার যে কোনো লোক হতে পারেন। আপনিও হতে পারবেন। কিন্তু কোচ হতে পারবেন না। উনি যেতে আগ্রহী ছিলেন। বলেছিলেন, তাকে দলের ম্যানেজার হিসেবে নেয়া যায় কি না। আমরা সেটা মিটিংয়ে প্রস্তাব করে নিজেরা আলোচনা পর সিদ্ধান্ত নিয়েছি।’ ফেডারেশনের বিশ্বস্ত সূত্রে জানা যায়, সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা নিজেই দলের কোচ। ১০ জন খেলোয়াড়ের মধ্যে পাঁচজন নারী। খেলোয়াড়রা হলেন- হাবিবুর রহমান, মাসুদ খান, আবদুল্লাহ আল নোমান, উজ্জ্বল কুমার দেব, রুমকী সিদ্দিকা, আনোয়ারা বেগম, শিউলি আক্তার, কাজী মাহবুবা বানু, মির্জা ফারুক নাঈম ও উইদাত আকবর সোনিয়া।

ফেডারেশনের সাধারণ সম্পাদক রানা সোমবার জানান, দলের কারো এখনো ভিসা হয়নি। তিনি আশা করছেন সহসাই হয়তো পাসপোর্ট হাতে পাবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তায়কোয়ান্ডো
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ