Inqilab Logo

বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুদ্ধ ছাড়াই কাশ্মীর সমস্যার একাধিক সমাধান আছে: ইমরান খান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ ডিসেম্বর, ২০১৮, ৫:১৪ পিএম

যুদ্ধ ছাড়াই কাশ্মীর সমস্যার তিন থেকে চারটি সমাধান ভারত ও পাকিস্তানের কাছে আছে। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর সঙ্গে একটি পুরনো আলোচনার সূত্র ধরে এই কথা জানালেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি দাবি করেন, বাজপেয়ী তাকে বলেছিলেন, ২০০৪ লোকসভা নির্বাচনে বিজেপি না হারলে কাশ্মীর সমস্যার সমাধান হয়ে যেত। মঙ্গলবার ইসলামাবাদে টিভি সাংবাদিকদের সাক্ষাৎকার দিতে গিয়ে এই কথা বলেন ইমরান।
ইমরানের খান বলেন, ‘অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী থাকাকালীন কাশ্মীর সমস্যা সমাধানের খুব কাছে পৌঁছে গিয়েছিল দুই দেশ।’ যুদ্ধ নয়, আলোচনার ভিত্তিতেই কাশ্মীর সমস্যার সমাধান আছে বলে তাকে জানিয়েছিলেন অটল বিহারী বাজপেয়ী। বাজপেয়ীর সঙ্গে তার সেই আলোচনার সময় ভারতের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী নটবর সিংহ-ও উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন ইমরান। কিন্তু কি ছিল সেই সমাধানের পথ, তা খোলসা করে জানাননি পাক প্রধানমন্ত্রী। সাংবাদিকরা এই নিয়ে তাকে প্রশ্ন করলে তিনি জানান, ‘সেই কথা বলার সময় এখনও আসেনি।’
ভারতের সঙ্গে যুদ্ধের সম্ভাবনার বিষয়টিও উড়িয়ে দিয়েছেন ইমরান। দু’টি পরমাণু অস্ত্রধর দেশ যুদ্ধে নামলে যে ক্ষয়ক্ষতি হবে, সেই ভয়াবহতার কথা মাথায় রেখেই ভারত এবং পাকিস্তান যুদ্ধ করবে না বলে জানিয়েছেন তিনি।
পাকিস্তান বার বার আলোচনার আহ্বান দিলেও ভারত কেন সাড়া দিচ্ছে না, এই বিষয়ে পাক প্রধানমন্ত্রী বলেন, ‘২০১৯ লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখেই আলোচনায় বসতে আগ্রহ দেখাচ্ছে না নয়াদিল্লি।’
পাকিস্তান সরকার ভারতের সঙ্গে সম্পর্ক স্থাপনে বিভিন্ন সময় উৎসাহ দেখালেও পাকিস্তানি সেনার আপত্তির কারণে সেই শান্তি প্রক্রিয়া অনেক সময়ই ভেস্তে গিয়েছে। সেই প্রসঙ্গ এনে ইমরান জানান, ‘পাকিস্তানি সেনা এবং তিনি একই জায়গায় আছেন। আমার সমস্ত সিদ্ধান্তে সেনাবাহিনীর সমর্থন আছে।’
প্রসঙ্গত উল্লেখ্য, পাকিস্তানে বিরুদ্ধে সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগ এনে সমস্ত রকম আলোচনার রাস্তা বন্ধ করেছে ভারত। সন্ত্রাস এবং আলোচনা, এক সঙ্গে চলতে পারে না, ইসলামাবাদকে এই কথা বার বারই জানিয়ে দিয়েছে নয়াদিল্লি। সূত্র: ডন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাশ্মির


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ