Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শপথ নিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ ডিসেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

কলকাতা পুরসভার নতুন মেয়র হিসেবে পশ্চিমবঙ্গের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম গতকাল শপথগ্রহণ করেছেন। সংখ্যাগরিষ্ঠ ভোটে নির্বাচিত সাদা ধুতি-পাঞ্জাবি পরিহিত ফিরহাদ হাকিমকে বিকেলে শপথবাক্য পাঠ করান পুরসভার চেয়ারপারসন মালা রায়। এদিন ডেপুটি মেয়র হিসেবে নিযুক্ত করা হয়েছে মেয়র পারিষদ অতীন ঘোষকে।
স্বাধীন ভারতে ফিরহাদ হাকিমই কলকাতা পুরসভার প্রথম মুসলিম মেয়র হয়েছেন। এদিন দুপুরে কাউন্সিল অধিবেশনে ফিরহাদ হাকিমকে ১২১ ভোটে মেয়র প্রার্থী হিসেবে নির্বাচিত করা হয়। নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করে মাত্র ৫টি ভোট পেয়েছেন বিজেপি প্রার্থী মীনাদেবী পুরোহিত। বামফ্রন্ট পুর আইন না মেনে মেয়র নির্বাচন প্রক্রিয়ার প্রতিবাদে বিক্ষোভ দেখিয়েছে। বামফ্রন্ট ও কংগ্রেস এদিন নির্বাচনে অংশ না নিয়ে তা বয়কট করেছে।
ফিরহাদ একইসঙ্গে মন্ত্রীত্ব ও মেয়রের দায়িত্ব সামলাবেন। এদিন মেয়রের চেয়ারে বসে নবনিযুক্ত মেয়র বলেছেন, প্রাতঃস্মরণীয় ব্যক্তিরা এই চেয়ারে বসেছেন। আমি তাঁদের মর্যাদা রক্ষার চেষ্টা করব।
আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করব। তিনি কলকাতাকে সবুজ শহরে রূপান্তরিত করার জন্য গাছ লাগালে ও জলাভূমি সংরক্ষণ করলে নাগরিকদের কর ছাড়ের ঘোষণা দিয়েছেন। পুরসভার কাউন্সিলর না হয়েও ফিরহাদ হাকিম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছায় মেয়র হয়েছেন। সে জন্য পুর আইনে সংশোধনী আনা হয়েছে। এই আইন সংশোধনীকে মানছেন না বিরোধীরা। এ নিয়ে ইতিমধ্যেই বামেদের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে।
কলকাতা পুরসভার ১৪৪টি আসনের মধ্যে ১২২টি আসন তৃণমূল কংগ্রেসের, ১৪টি বামফ্রন্টের, ৫টি বিজেপির এবং ২টি আসন কংগ্রেসের দখলে রয়েছে। ১টি আসন শূন্য রয়েছে। গত ২০ নভেম্বর কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দেন শোভন চট্টোপাধ্যায়। এরপরেই মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা পুরসভার পরবর্তী মেয়র হিসেবে ফিরহাদের নাম ঘোষণা করেছিলেন। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কলকাতা

২২ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ