রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জের ছয়টি আসনের মধ্যে দুটিতে প্রার্থী হয়েছেন দুুই নারী। তারা হলেন সিরাজগঞ্জ-১ (কাজীপুর ও সদর উপজেলার আংশিক) আসনে বিএনপি মনোনীত কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা এবং সিরাজগঞ্জ-২ (সদর উপজেলার আংশিক ও কামারখন্দ) আসনে জেলা বিএনপির সভাপতি ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের স্ত্রী রোমানা মাহমুদ।
সিরাজগঞ্জ-১ আসনে বর্তমান এমপি আ.লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এবারের নির্বাচনেও আ.লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাকে ভোটের মাঠে মোকাবেলা করার জন্য বিএনপির প্রার্থী হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা। অবশ্য এ আসনে বিএনপির প্রার্থী হিসেবে আরো দুজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন- জেলা বিএনপির সহসভাপতি নাজমুল হাসান তালুকদার ও কাজীপুর উপজেলা বিএনপির সভাপতি সেলিম রেজা। এ আসনটিতে মোট ভোটার তিন লাখ ৪৫ হাজার ৬৭৬ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৭১ হাজার ৭২৪ জন এবং নারী ভোটার এক লাখ ৭৩ হাজার ৯৫২ জন।
সিরাজগঞ্জ-২ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন কেন্দ্রীয় বিএনপির সহ-সভাপতি ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ও তার স্ত্রী জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি রোমানা মাহমুদ। এ আসনে আ. লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান এমপি হাবিবে মিল্লাত। আসনটিতে মোট ভোটার তিন লাখ ৫০ হাজার ৮৯৬ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৭৬ হাজার ২৫৮ জন এবং নারী ভোটার এক লাখ ৭৪ হাজার ৬৩৮ জন।
রুমানা মোর্শেদ কনকচাঁপা বলেন, ‘আমি কাজিপুরের সন্তান। কাজিপুরের মানুষ আমাকে ভালোবাসেন। আমি যুবসমাজকে দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য কাজ করতে চাই।’ তিনি আরো বলেন, ‘আমার প্রতিপক্ষ একজন বর্ষীয়ান রাজনীতিবিদ। তার সঙ্গে ভোটে লড়াই করাও গৌরবের।’
অন্য দিকে রোমানা মাহমুদ নারীসমাজের উন্নয়নে কাজ করে যেতে চান। নির্বাচনের পরিবেশ আগের নির্বাচনের (২০০৮) চেয়ে ভালো নয় উল্লেখ করে তিনি বলেন, প্রশাসনের উচিত সব দলের জন্য সমান সুযোগ তৈরি করা। সিরাজগঞ্জের নারীসমাজসহ আপামর ভোটার আগামী নির্বাচনে তাকেই বেছে নেবেন বলে আশা তার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।