Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইভার মিউজিক ভিডিওতে জয়

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রæব মিউজিক স্টেশন-এর ব্যানারে প্রকাশিত হচ্ছে কন্ঠশিল্পী জান্নাতুল ফিরদাউস ইভার নতুন মিউজিক ভিডিও জানি আসবে তুমি। বান্দরবনের মনোরম লোকেশনে চিত্রায়িত মিউজিক ভিডিওতে ইভার সঙ্গে মডেল হয়েছেন অভিনেতা, উপস্থাপক ও নির্মাতা শাহরিয়ার নাজিম জয়। ভিডিওটি নির্মাণ করেছেন লতা আচারিয়া। তানিয়া সুলতানার কথায় গানটির সুর ও সঙ্গীত করেছেন জনপ্রিয় কন্ঠ শিল্পী, সুরকার ও সঙ্গীত পরিচালক শান। নতুন গান প্রসঙ্গে জান্নাতুল ফিরদাউস ইভা বলেন, 'একেবারেই অন্যরকম মেলোডিয়াস একটি গান করলাম। শান চমৎকার সুর-সঙ্গীত করেছেন। লতার পরিচালনায় ভিডিওটির সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে লোকেশন। মেকিংও দারুল। আশা করছি, দর্শক- শ্রোতাদের ভালো লাগবে।' ভিডিওটি ধ্রæব মিউজিক স্টেশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি দেয়া হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মিউজিক


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ