মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : নির্বাচনী দৌড় থেকে টেড ক্রুজের সরে দাঁড়ানোর মধ্যদিয়ে রিপাবলিকান প্রার্থী হিসেবে ট্রাম্পের মনোনয়ন প্রায় নিশ্চিত হয়ে গেল। এরইমধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশীর লড়াই থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন টেক্সাস সিনেটর টেড ক্রুজ। ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের প্রাইমারিতে বড় ধরনের পরাজয়ের পর গত মঙ্গলবার রাতে তিনি এই ঘোষণা দেন বলে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে। তার এ ঘোষণার ফলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রাইমারিতে উল্লেখযোগ্য পালাবদল ঘটল। ইন্ডিয়ানাই ছিল ডোনাল্ড ট্রাম্পকে ঠেকানোর জন্য টেড ক্রুজের শেষ সুযোগ। সেই চেষ্টায় ব্যর্থ হওয়ার পর তিনি সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। যদিও এর আগে তিনি লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছিলেন। এমনকি মঙ্গলবার প্রার্থিতা প্রত্যাহারের কয়েক ঘণ্টা আগেও তিনি এক সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্পকে প্যাথলজিক্যাল লায়ার বলে উল্লেখ করেছিলেন। তিনি বলেছিলেন, এ রকম মিথ্যাবাদী ব্যক্তি হোয়াইট হাউজে যাওয়ার উপযুক্ত নয়। এই বক্তব্যের মাত্র কয়েক ঘণ্টা পরেই লড়াই থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন ক্রুজ। তিনি তার সমর্থকদের উদ্দেশ্য করে বলেন, ইন্ডিয়ানা প্রাইমারির পর আমি এই লড়াই থেকে সরে যাচ্ছি। আমরা তো সব ধরনের চেষ্টাই করেছি। কিন্তু ভোটারদের পছন্দ অন্য পথ। তাই দুঃখ ভরাক্রান্ত হৃদয় নিয়ে সব ধরনের প্রচারণা স্থগিত করছি। টেড ক্রুজের সরে যাওয়ার ফলে রিপাবলিকান দল থেকে ডোনাল্ড ট্রাম্পই যে নভেম্বরের নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হচ্ছেন সেটি এখন নিশ্চিত। মঙ্গলবার ইন্ডিয়ানা নির্বাচনে সর্বাধিক ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছেন যথাক্রমে টেড ক্রুজ ও জন কাসিচ। অপর এক খবরে বলা হয়, ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের রিপাবলিকান প্রাইমারিতে দাপুটে জয় পেয়ে দলটির প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার পথে এগিয়ে চলছেন নিউ ইয়র্কের ধনকুবের ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প। গত মঙ্গলবারের এ প্রাইমারিতে ট্রাম্পের বিশাল জয়ে তার মূল প্রতিদ্বন্দ্বী টেক্সাসের সিনেটর টেড ক্রুজ প্রচারণায় ইতি টেনে মনোনয়ন দৌড় থেকে সরে দাঁড়িয়েছেন। ট্রাম্পের প্রচারণা রাজনৈতিকভাবে ব্যর্থ হবে, রাজনৈতিক বিশ্লেষকদের এমন ধারণা বারবার ব্যর্থ করে দিয়েছেন রাজনীতিতে অনভিজ্ঞ এই ব্যবসায়ী। এখন তিনি অনেকটা নিশ্চিন্তে ৮ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে তার সম্ভাব্য ডেমোক্রেট প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনকে মোকাবেলার প্রস্তুতি নিতে পারেন। তবে ডেমোক্রেটিক দলের মনোনয়ন পাওয়ার পথে ইন্ডিয়ানার প্রাইমারিতে জয় ছিনিয়ে নিয়েছেন বার্নি স্যান্ডার্স। ইন্ডিয়ানা জয়ের পর নিউইয়র্কের ট্রাম্প টাওয়ারে এক সমাবেশে মাইকে ব্যান্ড দল রোলিং স্টোনের স্টার্ট মি আপ গান বাজিয়ে স্ত্রী মেলানিয়া ও পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে হাঁটেন ট্রাম্প। রয়টার্স, বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।