Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক সপু গ্রেফতার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০১৮, ১২:০২ এএম

গণগ্রেফতার বন্ধ ও প্রশাসনের রদবদলসহ ছয় দফা দাবি গতকাল বিকালে ইসিতে দেওয়ার পর রাতেই বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপুকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
গতকাল শনিবার রাতে রাজধানীর রমনা এলাকা থেকে বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলীকে গ্রেফতার করা হয় বলে সাংবাদিকদের নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার মো. মাহবুব আলম।
মাহবুব আলম বলেন, সপুকে রমনা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ৭০টির বেশি মামলা রয়েছে। এছাড়া দেশের বিভিন্ন জেলায় বিএনপির আরো নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।
এদিকে গতকাল শনিবার বিকেলে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে ব্যারিস্টার মওদুদ আহমদের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধিদল সাক্ষাৎ শেষে বর্তমান সরকারের সাজানো প্রশাসনে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড সম্ভব নয় বলে অভিযোগ করা হয়। নির্বাচন একটি প্রহসনে পরিণত হতে যাচ্ছে দাবি করে দলটির পক্ষ থেকে নির্বাচন সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও মাঠ প্রশাসনে কর্মরত ‘বিতর্কিত’ কর্মকর্তাদের প্রত্যাহার, ইউএনও, এসপিদের কর্মস্থলের বাইরে বদলিসহ ছয় দফা লিখিত দাবি পেশ করা হয়।
##





 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএনপি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ