Inqilab Logo

রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১, ২৩ যিলহজ ১৪৪৫ হিজরী

লালমোহন যুবলীগের সংবাদ সম্মেলন

ভোলা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

লালমোহন উপজেলা যুবলীগ কার্যালয়ে গত বৃহস্পতিবার সন্ধ্যার পর এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তেব্য উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবুল হাসান রিমন বলেন, গত বৃহস্পতিবার সকাল অনুমান ১০টার দিকে ডাওরি বাজার যুবলীগ অফিসে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিশেষ বর্ধিতসভা চলছিল। এ সময় তজুমদ্দিন উপজেলা বিএনপিসাধারণ সম্পাদক জাকির হোসেন হাওলাদার ও কালমা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক বাহাদুর হাওলারের নেতৃত্বে ৬০-৭০ জন সন্ত্রাসী অতর্কিত হামলা করে। সন্ত্রাসীদের হামলায় কালমা ইউনিয়ন যুবলীগের মো. সেলিম সিকদার, ফয়েজ উল্ল্যাহ মাল, তানভীর, মোহাম্মদ আলীসহ কমপক্ষে ১৮ জন যুবলীগ নেতাকর্মী আহত হয়। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সংবাদ সম্মেলনে আরো জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমোহন-তজুমদ্দিনের শান্তিপ‚র্ণ পরিবেশকে অশান্ত করার উদ্দেশ্যে বিএনপির সন্ত্রাসীরা এ হামলা চালায়। ভোলা ও লালমোহনে ২০০১ সালের চিহ্নিত সন্ত্রাসীরা মোতাহার ও খোরশেদের রক্তে যার হাত রঞ্জিত হয়েছিল, সেই খুনি মেজর হাফিজের নির্দেশে এ হামলার ঘটনা ঘটায়। এ হামলার ঘটনায় আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র বলেও মনে করে যুবলীগ। ওই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আইন প্রয়োগকারী সংস্থাসহ যথাযথ কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দৃষ্টি আকর্ষণ করে উপজেলা যুবলীগ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংবাদ সম্মেলন


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ