বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামে অবৈধ অস্ত্র উদ্ধার ও অস্ত্রধারীদের গ্রেফতারে অভিযান জোরদার করা হচ্ছে। চট্টগ্রাম মহানগর ছাড়াও রেঞ্জের ১১ জেলার পুলিশ সুপারদের এ ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে। পুলিশ কর্মকর্তারা জানান, নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসী গ্রেফতারে নিয়মিত অভিযান জোরদার করতে মাঠ পর্যায়ে নির্দেশনা দেওয়া হয়েছে।
চট্টগ্রাম অঞ্চলে অবৈধ অস্ত্রের ছড়াছড়ি দীর্ঘদিন থেকে। নির্বাচনে এসব অস্ত্র ব্যবহার হতে পারে এমন আশঙ্কা করা হচ্ছে। নিয়মিত অভিযানেও প্রায় আগ্নেয়াস্ত্র ধরা পড়ছে। মহানগর পুলিশের হিসাবে চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে ১২০টি অবৈধ অস্ত্র, ১৩টি ম্যাগজিন, ৯৭ রাউন্ড গুলি ও ২৬৭ রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে।
র্যাব-৭ চট্টগ্রামের অভিযানে গত বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ৩০৮টি অস্ত্র, ৩১টি ম্যাগাজিন, ১০ হাজার ১৪৪ রাউন্ড গুলি ও কার্তুজ উদ্ধার হয়েছে। নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্রের আনাগোনা বন্ধেও নজরদারি বাড়ানো হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তারা।
এদিকে জেলা প্রশাসন বৈধ অস্ত্রের লাইসেন্স নবায়ন করতে সময়সীমা নির্ধারণ করে দিয়েছে। বৈধ অস্ত্রের লাইসেন্স নবায়ন করতে ২ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত সময় বেধে দেওয়া হয়েছে। বৈধ অস্ত্রের লাইসেন্স নবায়নে ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেওয়া হয়েছে। উল্লেখ্য, প্রতিবছর নির্বাচনের আগে বৈধ অস্ত্র জমা নেওয়া হয়। এবার বৈধ অস্ত্র জমা নেওয়ার ঘোষণা আসতে পারে। কারণ বিগত দিনে বেশ কয়েকটি নির্বাচনে বৈধ অস্ত্র ব্যবহার করার ঘটনা ঘটেছে। গত দশ বছরে অনেক সন্ত্রাসী ও অসংখ্য মামলার আসামিও বৈধ অস্ত্রের মালিক হয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।