মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
প্রচন্ড ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে কানাডার কয়েকটি দ্বীপ। ঝড়ের কারণে কানাডার গালফ অফ সেইন্ট লরেন্সের দ্বীপগুলোর সঙ্গে প্রায় সকল যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে বৃহস্পতিবার দেশটির কুইবেক প্রদেশ কর্তৃপক্ষ জনগণকে সহায়তা করার জন্য সেনাবাহিনী তলব করেছে। কুইবেক জরুরি বিভাগ জানায়, ইলেস-ডি-লা-মেডিলাইন দ্বীপের সঙ্গে যোগাযোগের দু’টি ফাইবার অপটিক ক্যাবল বিচ্ছিন্ন হয়ে পড়ায় দ্বীপটির ১৩ হাজার বাসিন্দার সাথে এখন যোগাযোগের একমাত্র মাধ্যম স্যাটেলাইট টেলিফোন। সেখানে মারাত্মক বিদ্যুৎ বিপর্যয়ের এবং স্থানীয় বিমান বন্দরের টাওয়ার ভেঙ্গে পড়ার প্রেক্ষিতে সেনাবাহিনীর সহযোগিতা চাওয়া হয়েছে। আজ শুক্রবার সকাল থেকেই সেনাবাহিনী সেখানে কাজ শুরু করবে বলে জানানো হয়েছে। হাইড্রো কুইবেক পাওয়ার কোম্পানী জানায়, এ ঝড়ে প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড এবং নোভা স্কটিয়া প্রদেশের উত্তরে অবস্থিত দ্বীপগুলোর ২ থেকে ৭ হাজার বাড়ি-ঘর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সেখানে ঘণ্টায় বাতাসের সর্বোচ্চ গতি ছিল ১৩০ কিলোমিটার। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।