Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোন্দল নিরসনই চ্যালেঞ্জ

ইয়াছিন রানা | প্রকাশের সময় : ৩০ নভেম্বর, ২০১৮, ১২:০২ এএম

একাদশ জাতীয় নির্বাচনে জয় পেতে কোন্দল নিরসনকে চ্যালেঞ্জ হিসেবে দেখছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। প্রতিটি আসনে গড়ে প্রার্থী ছিল ১৩ জন করে। এর মধ্যে হেভিওয়েট প্রার্থী ৩ থেকে ৪ জন। দলীয় প্রধান শেখ হাসিনার আগাম বহিষ্কারের হুমকির কারণে বিদ্রোহি প্রার্থীর সংখ্যা কম হলেও কোন্দল নিরসন না হলে এবং দল মনোনিত প্রার্থীর পক্ষে সকলকে মতানৈক্য ও দ›দ্ব নিরসন করে স্বত:স্ফূর্তভাবে মাঠে না নামানো গেলে ভোটের ভাল ফলাফল পাওয়া যাবে না।ইতোমধ্যে জেলায় জেলায় কাফনের কাপড় পড়ে মিছিল, বিক্ষোভ, অবরোধ শুরু হয়েছে।
আর মহাজোটের শরিকদের আসনে দলের নেতাকর্মীদের মাঠে নামানো আরো বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে আওয়ামী লীগ। ইতোমধ্যে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাসদ, ওয়ার্কার্স পার্টি, জাকের পার্টি, যুক্তফ্রন্টের প্রার্থীদের কেউ কেউ নিজ নিজ নির্বাচনি এলাকায় লাঞ্ছিত ও অবাঞ্চিত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
দল বা জোটের কাছ থেকে মনোনয়ন পেলেও নিজ এলাকায় কর্মী-সমর্থক-ভোটারদের ‘মন’ পাচ্ছেন না তারা। আর মনোনয়ন ঘোষণার পর থেকে নিয়মিত মিছিল মিটিং, হামলা, ভাঙচুর, বিক্ষোভ, কাফনের কাপড় পড়ে রাস্তা অবরোধের ঘটনা ঘটেছে। কোন্দল নিরসন করা না গেলে নির্বাচনের ফলাফলে ব্যাপক প্রভাব পড়বে বলে মনে করছে আওয়ামী লীগের নীতি-নির্ধারকরা।
সূত্র জানায়, কোন্দলের মূর কারণ বিতর্কিত এমপির পুনরায় মনোনয়ন পাওয়া। বিতর্কিত হিসেবে প্রায় শতাধিক এমপি প্রধানমন্ত্রীর রেড লিস্টে ছিলেন। এছাড়া বিভিন্ন সময় আওয়ামী লীগের নীতি-নির্ধারকরা বলেছেন প্রায় ৭০ জন বিতর্কিত এমপি মনোনয়ন পাবেন না। তাই যেসব আসনের এমপি নানা ভাবে বিতর্কিত ছিল সেসব আসনের মনোনয়ন প্রত্যাশীরা রাতদিন খেটে নিজের মাঠ প্রস্তুত করেছেন। সেজন্য এবার রেকর্ড সংখ্যক চার হাজার ২৩ টি মনোনয়নের ফরম বিক্রি হয়েছে আওয়ামী লীগে। কিন্তু সর্বশেষ জনবিচ্ছিন্ সেই বিতর্কিত এমপিরাই মনোনয়ন পাওয়ায় ক্ষুব্ধ মনোনয়ন প্রত্যাশীরা। পাশাপাশি স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও জনগণও ক্ষুব্ধ।
চাঁদপুর-১ আসনে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য ড. মহীউদ্দীন খান আলমগীরকে চূড়ান্তভাবে মনোনয়ন না দেয়া হলে একযোগে পদত্যাগের হুমকি দিয়েছে দলীয় নেতা-কর্মীরা। এ আসনে মহীউদ্দীন খান আলমগীরের পাশাপাশি এনবিআরের সাবেক চেয়ারম্যান গোলাম হোসেনকে মনোনয়ন দেয়া হয়েছে। ফলে ফারমার্স ব্যাংক কেলেঙ্কারিতে জড়িত মহীউদ্দিন খান আলমগীরকে বাদ দিয়ে গিয়েও জটিলতায় আওয়ামী লীগ। গতকাল চাঁদপুর প্রেসক্লাবে ড. মহীউদ্দীন খান আলমগীরের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে দলীয় নেতা-কর্মীরা এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী। আরো উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাজাহান শিশির, কচুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিন, কচুয়া পৌরসভার মেয়র নাজমুল আলম স্বপন, কচুয়া পৌর আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন সোহেল ভূঁইয়াসহ দলীয় নেতৃবৃন্দ।
ফেনী-১ (পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া) আসনে জাসদ সাধারণ সম্পাদক বর্তমান সংসদ সদস্য শিরিন আক্তারকে অবাঞ্ছিত ঘোষণা করে প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমকে নৌকা প্রতীকে মনোনয়ন দিয়ে মহাজোটের প্রার্থী ঘোষণার দাবিতে গত কয়েকদিন সড়ক অবরোধ করেছে নেতাকর্মীরা। ফেনী-৩ আসনে তত্ত¡াবধায়ক সরকারের সময়ের সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী জাতীয় পার্টি থেকে মহাজোটের মনোনয়নও পাওয়ায় ক্ষুব্ধ স্থানীয় আওয়ামী লীগ।
ঢাকা-২ (কেরানীগঞ্জ) আসনে দলের মনোনয়ন পাওয়া খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামকে অবাঞ্ছিত করে বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন কেরানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো: শাহীন আহমেদের অনুসারীরা। এখানোর কোন্দল মীমাংসা করতে হবে আওয়ামী লীগকে।
নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান এমপি নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে পরিবর্তন করে এএইচ আসলাম সানীকে মনোনয়ন দেয়ার দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
নরসিংদী-৩ (শিবপুর) আসনে আওয়ামী লীগের দেয়া প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেছে মনোনয়ন বঞ্চিত বর্তমান এমপি সিরাজুল ইসলাম মোল্লা ও তার অনুসারীরা।
কুমিল্লা-৪ আসনের সাবেক এমপি গোলাম মোস্তফা গতবার মনোনয়ন পেলেও এবারো আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বঞ্চিত হয়েছেন। সেখানে মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল। এর প্রতিবাদে জেলার ক্ষুব্ধ নেতারা গত সোমবার দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাথে দেখা করেন। বর্তমান এমপি আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দিয়ে অত্যাচার-নির্যাতন করেছেন অভিযোগ করে তারা অবিলম্বে প্রার্থী পরিবর্তনের দাবি জানান।
নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মানু মজুমদারের মনোনয়ন বাতিলের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেন মনোনয়ন বঞ্চিতের সমর্থকেরা। এ আসনে সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী এবং সাবেক এমপি জালাল উদ্দিন তালুকদারের ছেলে শাহ কুতুব উদ্দিন তালুকদার রুয়েল স্বতন্ত্র মনোনয়নপত্র দাখিল করেছেন।
নেত্রকোনা-৪ আসনে মনোনয়ন পেয়েছেন রেবেকা মমিন। এখানে দলের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন হেভিওয়েট ক্যান্ডিডেট শফী আহমেদ। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লৎফুজ্জামান বাবরের স্ত্রী তাহমিনা জামান শ্রাবনীর সঙ্গে প্রতিদ্ব›িদ্বতা করে পাশ করার মত প্রার্থী একমাত্র শফী আহমেদ বলে মন্তব্য স্থানীয় আওয়ামী লীগের। এ বিষয়ে শফী আহমেদ বলেন, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৮ তারিখ। বিভিœ সময় জনমতের জরিপে আমি এগিয়ে ছিলাম। এখন অন্যজন মনোনয়ন পাওয়ায় জনমতের প্রতি অবিচার হয়েছে বলে আমি মনে করি। এরপরও দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আমি আস্থাশীল। প্রত্যাহারের আগেই দল তার প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি দেবেন বলে আশাবাদি তিনি।
মেহেরপুর-২ (গাংনী) আসনে দলের মনোনয়ন না পাওয়ায় বর্তমান এমপি মকবুল হোসেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন। এখানে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সাহিদুজ্জামান খোকন। এদিকে খোকনকে অবাঞ্ছিত ও রাজাকারের সন্তান আখ্যায়িত করে মেহেরপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেককে মনোনয়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও গণ-অনশন অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু তিনি নির্বাচন না করলেও ভোটের মাঠে দলের ত্রিমুখি কোন্দল নৌকার বিপক্ষে প্রভাব ফেলবে।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দীন বাবলুকে নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে লাঙ্গলের প্রার্থী করা হয়েছে। কিন্তু চট্টগ্রামের জিয়াউদ্দীন বাবলুকে সৈয়দপুর-কিশোরঞ্জের জাতীয় পার্টির নেতাকর্মী সমর্থকরা মেনে নিতে পারছেন না। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন তার বিরুদ্ধে ঝাড়– মিছিল করেছে স্থানীয় জাতীয় পার্টি।
শেরপুর-১ (সদর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান এমপি ও সংসদের হুইপ আতিউর রহমান আতিক। অন্য দিকে মনোনয়ন পরিবর্তনের দাবিতে মাথায় কাফনের কাপড় বেঁধে আমরণ অনশন শুরু করেছেন সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানুর নেতৃত্বে দলের আরেকটি অংশ। কোন্দলের যৌক্তিক সমাধান করতে হবে।
সিলেট-২ আসনে অবশেষে আবারো মহাজোটের প্রার্থী হিসেবে জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া মনোনয়ন পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিশ্বনাথের সাবেক উপজেলা চেয়ারম্যান, আলোচিত আওয়ামী লীগ নেতা মুহিবুর রহমান এবং অধ্যক্ষ ড. এনামুল হক সরদার।
এ আসনে আওয়ামী লীগের ক্যান্ডিডেট ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী ও যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী। আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনটি পুনরুদ্ধার করতে নেতাকর্মীদের চাপে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি মনোনয়নপত্র দাখিল করেছেন বলে জানান মুহিবুর রহমান।
নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দল থেকে মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন রাণীনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন হেলাল। এ আসনে মনোনয়ন পেয়েছেন বর্তমান এমপি ইসরাফিল আলম।
নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন জাতীয় শ্রমিকলীগের কেন্দ্রীয় কমিটির শ্রমিক উন্নয়ন ও কল্যাণ বিষয়ক সম্পাদক কাউছার আহম্মেদ পলাশ। পিরোজপুর-৩ আসনে মঠবাড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো: আশরাফুর রহমান পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ আসনের এমপি রুস্তম আলী ফরাজী।
ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য এমদাদুল হক নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন না পেয়ে ঠাকুরগাঁও-৩ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন।
এসব আসন বাদেও জামালপুর-৫ (সদর), কুড়িগ্রাম-২, ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ), ময়মনসিংহ-৮, কুষ্টিয়া-১ (দৌলতপুর), ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা-কৃষ্ণপুর), চাঁপাইনবাবগঞ্জ-২ এবং কক্সবাজার-৩ (সদর-রামু) আসনসহ বিভিন্ন আসনে দল ও মহাজোট প্রার্থীদের বিরোধিতা করে ব্যাপক বিক্ষোভ, ঝাড়– মিছিল, সড়ক ও মহাসড়ক অবরোধ করেছে মনোনয়ন বঞ্চিতরা। এসব আসন ছাড়া সারাদেশেই ছোট বড় কোন্দল নিরসন করতে হবে আওয়ামী লীগকে।
এ বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দলের কেউ বিদ্রোহি হলেই বহিষ্কার। তিনি আরো জানিয়েছেন, ৮ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহারের আগ পর্যন্ত দলের প্রার্থী পরিবর্তনের সুযোগ রয়েছে। মহাজোটের আসন নিয়েও সব জটিলতার সমাধান করা হবে এরই মধ্যে।



 

Show all comments
  • Faruque Hossan ৩০ নভেম্বর, ২০১৮, ১২:৫৭ এএম says : 0
    joy bakshal
    Total Reply(0) Reply
  • Shahid Shakil ৩০ নভেম্বর, ২০১৮, ১২:৫৮ এএম says : 0
    কুমিল্লায় আওয়ামী লীগের ভাত নাই
    Total Reply(0) Reply
  • Shahadat Hossain ৩০ নভেম্বর, ২০১৮, ১২:৫৯ এএম says : 0
    ভোট কি জনগন দেয় না নেতারা!! অনেকের কথায় মনে হয় ভোট শুধু নেতাদের।।
    Total Reply(0) Reply
  • Mohammad Mosharraf ৩০ নভেম্বর, ২০১৮, ১:০০ এএম says : 0
    এটায় ইতিহাসের নির্মমতা। যুগে যুগে স্বৈরাচাররা এভাবেই ধ্বংস হয়ে যায়। কোন্দলেই নিপাত যাবে বাকশাল। ইনশায়াল্লাহ।
    Total Reply(0) Reply
  • Mohammad Abu Raihan ৩০ নভেম্বর, ২০১৮, ১:০১ এএম says : 0
    সংলাপ করুন । দ্বন্দ্ব নিরসনে এর চেয়ে ভালো পন্থা আর কি হতে পারে?
    Total Reply(0) Reply
  • Abul Bashar Saiful ৩০ নভেম্বর, ২০১৮, ১:০৩ এএম says : 0
    বড় ধরনের ভূকম্পন আসতে পারে?
    Total Reply(0) Reply
  • Golam Rahman ৩০ নভেম্বর, ২০১৮, ১:০৪ এএম says : 0
    শান্তির জন্য কাজ করুন
    Total Reply(0) Reply
  • ৩০ নভেম্বর, ২০১৮, ১২:৪৬ পিএম says : 0
    জাপা লৗগের জোটে না গিয়ে নিজস্ব জোট নিয়ে নিবাচন করলে অনেক বেশৗ আসনে জিততে পারত এতো ঝামেলা হতো না
    Total Reply(0) Reply
  • ৩০ নভেম্বর, ২০১৮, ১২:৫০ পিএম says : 0
    জাপা চেয়ারমান কে লুকিয়ে না রেখে ঊনাকে মুক্ত ভাবে নিবাচনের কাজ করতে দেওয়া সরকারের ঊচিত ছিল কারণ জাপা সরকারের জন্য বিপজ্জনক নয় বরং সহায়ক হিসাবে কাজ করছে সবএ.
    Total Reply(0) Reply
  • ৩০ নভেম্বর, ২০১৮, ১২:৫৫ পিএম says : 0
    BNP জোটের ঝামেলা বড় আকার ধারণ করবে কিছু দিনের ভিতরে কারণ এই দলের কেঊই নিবাচন থেকে সরবে না
    Total Reply(0) Reply
  • ৩০ নভেম্বর, ২০১৮, ১:০০ পিএম says : 0
    জাপার চেয়ারমান সিনিয়র কো চেয়ারমান এবং কো চেয়ারমান মিলে তিনশ আসনেই নমিনেশন দেওয়া ঊচিত ছিল. লৗগের সাথে যাওয়া মানি বাড় ভুল কারণ লৗগ তাদের লোক জাপাকে ছেড়ে দেওয়া সৗট থেকে সরাতে পারবে না
    Total Reply(0) Reply
  • ৩০ নভেম্বর, ২০১৮, ১১:১৯ পিএম says : 0
    জাপা বড় ভুল করেছে তিনশ আসনে নমিনেশন না দিয়ে কারণ BNP নিবাচনই থেকে সরে যেতে পারে
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কোন্দল

৫ আগস্ট, ২০১৬

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ