মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের সিনেট নির্বাচনে পল রায়ান ও জন ম্যাককেইনকে সমর্থন করতে অস্বীকৃতি জানিয়ে রিপাবলিকান নেতাদের সঙ্গে নিজের কোন্দল আবারো বাড়ালেন ডোনাল্ড ট্রাম্প। নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প রিপাবলিকান দলের প্রার্থী হলেও দলটির প্রাভাবশালী অনেক নেতাই তাকে পছন্দ করেন না। বিশেষ করে ট্রাম্পের লাগামহীন কথাবার্তায় দলের ভেতরেই তার কড়া সমালোচনা হয়। রিপাবলিকান দলে ট্রাম্পের সমালোচনাকারীদের অন্যতম হাউজ অব রিপ্রেজেন্টটেটিভস স্পিকার পল রায়ান ও সাবেক প্রেসিডেন্ট প্রার্থী অ্যারিজোনার সিনেটর জন ম্যাককেইন। ৮ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। একইদিনে অ্যারিজোনা ও উইসকনসিনে সিনেট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গত মঙ্গলবার ওয়াশিংটন পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি রায়ান বা ম্যাককেইন কাউকেই সমর্থন করবেন না। আমি পলকে পছন্দ করি, কিন্তু আমাদের দেশের এখন খারাপ সময় চলছে। এসময় আমাদের খুবই শক্ত নেতৃত্বের প্রয়োজন। আমাদের খুব, খুবই শক্তিশালী নেতা প্রয়োজন। আমি এখনো তার (রায়ান) বিপক্ষে। ম্যাককেইন সম্পর্কে ট্রাম্প বলেন, আমি কখনওই সেখানে জন ম্যাককেইনের পাশে থাকব না। কারণ আমার মনে হয় ভিয়েতনামের জনগণের জন্য তার আরও অনেক ভালো কিছু করা উচিত ছিল। ইরাক যুদ্ধে নিহত যুক্তরাষ্ট্রের ক্যাপ্টেন হুমায়ূন খানের বাবা-মা গত বৃহস্পতিবার ডেমক্র্যাটিক দলের জাতীয় সম্মেলনে ট্রাম্পের (ট্রাম্প যুক্তরাষ্ট্র মুসলিমদের প্রবেশর উপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব দিয়েছেন) কঠোর সমালোচনা করেন। জবাবে ট্রাম্পও তাদের উপহাস করতে ছাড়েননি। হুমায়ূন খানের পরিবারের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়ায় রায়ান এবং ম্যাককেইন উভয়ই ট্রাম্পের সমালোচনা করেছেন। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।