পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ধর্ম অবমাননার অভিযোগে হিন্দুদের বাড়ি ও মন্দিরে হামলার ঘটনা দলীয় কোন্দলে হয়েছে কি না তা আমি জানি না। তবে এ ঘটনা উদ্দেশ্যমূলকভাবে ঘটানো হয়েছে। আমরা সে আভাস পেয়েছি। তিনি আরো বলেন, গাইবান্ধার গোবিন্দগঞ্জে যেসব সাঁওতালের নিজস্ব বাড়িঘর নেই, তাদের আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে ঘরবাড়ি করে দেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গতকাল বুধবার দুপুরে সচিবালয়ে ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বলেছেন কোনো সাঁওতাল হোমলেস (গৃহহীন) থাকবে না।
কতজনকে বাড়িঘর নির্মাণ করে দেয়া হবেÑ এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ২-১০টা যা-ই হোক, প্রয়োজন অনুযায়ী ঘরবাড়ি তৈরি করে দেয়া হবে। সরকার কোথায় আশ্রয়ন প্রকল্প করবে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংশ্লিষ্ট বিভাগই সে ঘোষণা দেবে। কোথায় এসব বাড়িঘর তৈরি করে দেয়া হবে, তা সংশ্লিষ্ট দপ্তরকে দেয়া নির্দেশে বলা আছে।
প্রসঙ্গত, গত ৬ নভেম্বর রংপুর চিনিকলের সাহেবগঞ্জ বাগদা ফার্মের বিরোধপূর্ণ জমি নিয়ে চিনিকলের শ্রমিক-কর্মচারী ও সাঁওতালদের সংঘর্ষ থামাতে পুলিশের গুলি চালানোর ঘটনা ঘটে। এতে তিনজন সাঁওতাল নিহত হন, আহত হন অনেকে।
আপনি নাসিরনগরে গিয়েছেন। সেখানে আওয়ামী লীগের দলীয় অভ্যন্তরীণ কোন্দলের আভাস পেয়েছেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দলীয় কোন্দলের কারণে হয়েছে কি না তা জানি না। তবে কারো ইন্ধনে এ কাজটি করা হয়েছে বলে আমরা আভাস পেয়েছি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নাসিরনগরের ঘটনায় বেশ কয়েকটি তদন্ত টিম কাজ করছে। তদন্ত প্রতিবেদনগুলো হাতে পাওয়ার পর সবকিছু জাতির কাছে পরিষ্কার হবে।
তিনি আরো বলেন, যে দোকান থেকে ফেসবুকে ধর্ম অবমাননার ছবি পোস্ট করা হয়েছিল সেই দোকান মালিককে আমরা খুঁজছি, তাকে আমরা ধরার চেষ্টা করছি। তাকে পেলেও পরিষ্কার হবে কে বা কি উদ্দেশ্যে এ কাজটি করেছে।
আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘বিজয় দিবস পালনে সাভারের জাতীয় স্মৃতিসৌধ ও শেরেবাংলা নগরের প্যারেড গ্রাউন্ডের সার্বিক নিরাপত্তার বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। এ দিন উপলক্ষে কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই। গোয়েন্দারা আমাদের সে ধরনের কোনো আভাস দেয়নি। তারপরও আইনশৃঙ্খলা বাহিনী এসব স্থানসহ জেলা, উপজেলা এমনকি ইউনিয়ন পর্যায়েও মানুষের নিরাপত্তা বিধানে কাজ করবে।
তিনি আরো বলেন, সূর্যোদয়ের মুহূর্তে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ সদস্য ও কূটনীতিকরা শ্রদ্ধা নিবেদন করবেন। বিজয় দিবসের অনুষ্ঠান শেষ করতে আমাদের কোনো সময় বেঁধে দেয়া হয়নি। তাই সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত অনুষ্ঠান চলবে। তবে যত তাড়াতাড়ি সম্ভব অনুষ্ঠান শেষ করলে ভালো হয়। আমরা সবাইকে সেই নির্দেশনা দেবো। সাংস্কৃতিক অনুষ্ঠান করতে হলে সাত দিন আগে প্রশাসনকে জানাতে হবে এবং তোরণ নির্মাণ করতে চাইলে সেটি দৃশ্যমান হতে হবে, যাতে কোনো বাধা সৃষ্টি না হয়। তিনি বলেন, রাজধানীর বাইরে ডিসি ও এসপিকে নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেয়া হয়েছে।
অস্ত্র দিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে ফাঁসানোর অভিযোগ
হারুনুর রশিদ, রায়পুর থেকে : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় আলাউদ্দিন (২৮) নামে এক স্বেচ্ছাসেবক লীগে নেতাকে দু’টি অস্ত্র (এলজি) দিয়ে ফাঁসানোর হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে র্যাব-১১ এর বিরুদ্ধে। আলাউদ্দিন উপজেলার চরমোহনা ইউনিয়নের দক্ষিণ রায়পুর ৭ নম্বর ওয়ার্ডের আব্বাস আলী পাটোয়ারী বাড়ির এনায়েত উল্লার ছেলে ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নির্বাহী কমিটির সক্রিয় সদস্য। তবে এ ঘটনায় র্যাব-১১ দাবি করে, বুধবার দুপুর ১২টার দিকে লক্ষ্মীপুর র্যাব ক্যাম্পের একটি দল আলাউদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে দু’টি দেশীয় এলজি ও দুই রাউন্ড গুলিসহ তাকে আটক করা হয়।
আলাউদ্দিনের বড় ভাই মো: সালাউদ্দিন ও তার ভাবী ইয়াছমিন সুলতানা সাংবাদিকদের বলেন, ‘দুপুরে ১২টার দিকে সবাই ঘরে উপস্থিত ছিলাম। এ সময় র্যাব পরিচয়ে তিনটি মোটরসাইকেল নিয়ে বাড়ির সামনে আসে। পরে র্যাবের পোশাক পরা পাঁচ-ছয়জন লোক বাড়ির ভেতর ঢুকেই আমাদের দু’জনকে ঘরের দু’টি কক্ষে আটকে বাইরে দরজা লাগিয়ে দেয়। পরে আলাউদ্দিনকে ঘরের একটি কক্ষে নিয়ে ব্যাপক মারধর করে হাত ও মুখ বেঁধে চেয়ারে বসিয়ে রাখে। এই ফাঁকে র্যাবের অন্য সদস্যরা ঘরের ভেতরে ঢুকে আলাউদ্দিনের কক্ষের একটি ড্রয়ার ও তার বিছানার নিচে দুইটি অস্ত্র রেখে তাকে বাইরে নিয়ে আসে। কোনো কথা বলতে না দিয়ে উল্টো তাকে মেরে ফেলার হুমকি দেন র্যাব সদস্যরা।’ পরে পরিবারের সবাইকে একত্রিত করে আলাউদ্দিনের কাছ থেকে দু’টি অস্ত্র ও গুলি পাওয়া গেছে বলে জানায়।
সালাউদ্দিন আরো অভিযোগ করে বলেন, একই বাড়ির প্রতিবেশী হুমায়ুন, সামছুল ইসলাম ও নুরইসলাম পাটোয়ারীর সঙ্গে তাদের জমিজমা নিয়ে অনেক দিন ধরে বিরোধ চলছে। তারা একই অভিযোগে আরো কয়েকবার মিথ্যা তথ্য দিয়ে তার ভাইকে রায়পুর থানা পুলিশকে দিয়ে ফাঁসানোর চেষ্টা করে। তখনো পুলিশ তদন্ত করে কিছুই পায়নি। ওই প্রতিবেশীরা আবার র্যাবকে দিয়ে তার ভাইকে অস্ত্র দিয়ে ফাঁসিয়ে দিয়েছে।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক তানভির হায়দর চৌধুরী রিংকু বলেন, আলাউদ্দিন দলের একজন সক্রিয় কর্মী। সে কখনো আইনবিরোধী কাজ করতে পারে না।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মো: সফিক আহম্মেদ বলেন, অভিযুক্ত আলাউদ্দিনের কাছে অস্ত্রের বিষয়টি এলাকার কেউ বিশ্বাস করে না। বিষয়টি আমারও সন্দেহ। যে ছেলে এলাকায় ডাকাত, ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীকে ধরিয়ে দিতে সবসময় তৎপর থাকে, সে কিভাবে তার ঘরে অস্ত্র রাখবে। বাড়ির প্রতিবেশীর সঙ্গে জমিজমা নিয়ে আলাউদ্দিনদের সাথে বিরোধ কয়েকবার সমাধানের চেষ্টা করি। হুমায়ুন পাটোয়ারীর কারণে তা মিমাংসা করা সম্ভব হয়নি।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন বলেন, আলাউদ্দিনের বিরুদ্ধে থানায় মামলা বা মৌখিক কোনো অভিযোগ নেই।
লক্ষ্মীপুর র্যাব ক্যাম্পের অধিনায়ক মেজর এ এম আশরাফুল ইসলাম বলেন, অভিযুক্ত আলাউদ্দিনের বাড়িতে অস্ত্রের বিষয়টি নিশ্চিত হওয়ার পরই অভিযান চালানো হয়। এ সময় তার ঘরের নিজ কক্ষ থেকে দু’টি এলজি ও দুই রাউন্ড গুলি পাওয়া গেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।